Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনার পোর্টাল থেকে নাম উধাও,পঞ্চায়েতে তাদের লাগিয়ে বিক্ষোভ বাসিন্দাদের
- Published by:Debalina Datta
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Pradhan Mantri Awas Yojana: টাকা নিয়েছিলেন নেতারা। তবুও আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি।
#কলকাতা: টাকা নিয়েছিলেন নেতারা। তবুও আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি। এই অভিযোগ তুলে কালনার হাটকালনা পঞ্চায়েতে তালা ঝোলাল বাসিন্দারা। পঞ্চায়েত ভবনের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। মণ্ডলপাড়ার একদল বাসিন্দা পঞ্চায়েত ভবনের সামনে হাজির হয়ে ঢোকার মুখের দরজায় তালা ঝুলিয়ে দেন। সামনে একটি ভ্যান দাঁড় করিয়ে শুরু হয় বিক্ষোভ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কালনা ১-এর বিডিও সেবন্তী বিশ্বাস ও বিধায়ক দেবপ্রসাদ বাগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রের পোর্টাল থেকেই মন্ডলপাড়ার সকলের নাম বাদ পড়ে যাওয়ায় বিপত্তি তৈরি হয়েছে।
আরও পড়ুন - Vande Bharat Express: ১৬ টি কোচ শীতাতপ নিয়ন্ত্রিত, খানাপিনা একেবারে খাস,কবে চাপছেন বন্দে ভারতে
advertisement
advertisement
বাসিন্দাদের দাবি,আবাস যোজনা প্রকল্পের বর্তমান তালিকায় পঞ্চায়েতের অন্য সংসদের বাসিন্দাদের নাম থাকলেও তাঁদের নেই। বিষয়টি নিয়ে দুর্নীতি হয়েছে বলেও দাবি করেন তাঁরা। ঘটনাস্থলে যান হাটকালনা পঞ্চায়েতের প্রধান শুভ্র মজুমদার।

তিনি জানান, মণ্ডলপাড়ার শতাধিক মানুষের নাম তালিকায় ছিল। তবে কেন্দ্রীয় পোর্টাল থেকে নামগুলি মুছে যাওয়ার ফলে সমস্যা হয়। সমাধানের জন্য ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। অভিযোগ, ঘর দেওয়ার নাম করে কারও কাছ থেকে ছ'হাজার আবার কারও কাছ থেকে দশ হাজার টাকা নেওয়া হয়েছে। বাসিন্দারা বলছেন,এখন বলা হচ্ছে আবাস যোজনা তালিকা থেকে সব নাম মুছে গিয়েছে। বঞ্চনার প্রতিবাদেই পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
advertisement
হাটকালনা পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে আবাস যোজনায় ১৪৮৫ জনের নাম পাঠানো হয়েছিল। পরে তালিকায় ১১৯৫ জনের নাম দেখা যায়। ওই সময়েই মণ্ডলপাড়ার নামগুলি
তালিকা থেকে মুছে গিয়েছে। প্রধান বলেন, তালিকায় মণ্ডলপাড়া বাসিন্দাদের এক জনেরও নাম থাকায় ওঁদের ক্ষোভ স্বাভাবিক। আমরা ব্লক প্রশাসনকে বলেছি মণ্ডলপাড়ার নামগুলিকে তালিকাভুক্ত করতে।
advertisement
বিক্ষোভকারীদের কয়েক জনের দাবি, ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, দলের কেউ টাকা নিলে তা ফেরত দিতে হবে এবং অভিযুক্তের নামে থানায় অভিযোগ করা হবে।
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2023 11:19 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনার পোর্টাল থেকে নাম উধাও,পঞ্চায়েতে তাদের লাগিয়ে বিক্ষোভ বাসিন্দাদের