Nadia News: একেবারে জলের দরে পাওয়া যাচ্ছে আলু! জেনে নিন কোথায়

Last Updated:

Potato price hike: স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই আলু বিক্রি করছে এবং পরিবার প্রতি ২.৫০ কেজি করে আলু দেওয়া হচ্ছে সুফল বাংলা স্টলের মাধ্যমে।

+
সুফল

সুফল বাংলার স্টলে ক্রেতারা আলু কিনছেন

নদিয়া: ব্লক প্রশাসনের উদ্যোগে বাজারদর নিয়ন্ত্রণে ২৮ টাকা কেজি দরে সুফল বাংলা স্টল থেকে বিক্রি হচ্ছে আলু। বাজারদর নিয়ন্ত্রণে এবার উদ্যোগী ব্লক প্রশাসন। কিছুদিন আগে প্রগতিশীল আলু ব্যাবসায়ী সমিতির ধর্মঘটের ফলে বাজারে আলুর দাম হয়েছিল আকাশ ছোঁয়া। তখন নদিয়ার শান্তিপুরের একাধিক বাজারে বাজার দর নিয়ন্ত্রনে পথে নেমেছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ।
এবার আলুর দাম বেশি থাকায় বাজারদর নিয়ন্ত্রণের জন্য বিডিওর উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সহায়তায় ফুলিয়া বিডিও অফিসে খোলা হল সুফল বাংলা স্টল। যেখান থেকে ক্রেতারা মাত্র ২৮ টাকা প্রতি কেজি আলু কিনতে পারবেন। আর তাতেই রীতি মতো লাইন দিয়ে আলু কিনতে উদ্যোগী হয়েছেন এলাকার মানুষ। তাঁরা জানাচ্ছেন বাজারে আলু ৩৫ থেকে ৩৬ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে এই সুফল বাংলা স্টলে ২৮ টাকা প্রতি কেজিতে আলু পাওয়া যাচ্ছে। সুতরাং এই আলুই এখন মধ্যবিত্তের হেঁশেলে উঠবে।
advertisement
advertisement
তবে আলুর গুণগত মানও যথেষ্ট ভালো বলে দাবি করেছেন ক্রেতারা। এই বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান ব্লক প্রশাসন উদ্যোগ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই আলু বিক্রি করছে এবং পরিবার প্রতি আড়াই কেজি করে আলু দেওয়া হচ্ছে সুফল বাংলা স্টলের মাধ্যমে। এতে অনেকটাই বাজারদর নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদী তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: একেবারে জলের দরে পাওয়া যাচ্ছে আলু! জেনে নিন কোথায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement