Potato Price Hike: এখনই আলু কিনতে বাজারে পকেট ফাঁকা হচ্ছে, প্রকৃতি বাধ সাধলে চাষি থেকে গৃহস্থ সকলের কপালেই আরও দুঃখ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Potato Price Hike: একদিকে আকাশছোঁয়া আলুর দাম, অন্যদিকে আবহাওয়ার খামখেয়ালিপনা বাদ সাধছে আলু চাষে
হুগলি: মাস কয়েক ধরে বাজারে আলুর দাম আকাশ ছোঁয়া। এরই মধ্যে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়েছে আবহাওয়ার পরিবর্তন। দিন কয়েক ধরে, গোটা জেলা জুড়ে যেভাবে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে তাতে সমস্যা তৈরি হচ্ছে আলু চাষে। এই সময় চাষীদের নতুন আলু বসানোর সময়। তাতেই যদি বাঁধ সাধে আবহাওয়া তাহলে আগামী দিনে আলুর বাজার দর যে কোথায় যাবে তা নিয়েই দুশ্চিন্তায় আমজনতা।
বেশ কিছুদিন ধরেই গোটা দিনব্যাপী আকাশের মুখ ভার! জেলা জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। অকাল বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের জেরে সমস্যায় রয়েছেন জেলার কৃষকরা। একদিকে এখন মাঠে ধান তোলার কাজ চলছে। জোরকদমে শুরু হয়েছে আলু বসানোর কাজ। আবহাওয়ার পরিবর্তনের জেরে আলুচাষের কাজ ব্যাহত হয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি বৃষ্টি বাড়লে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষিরা। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। রোদের দেখা মেলেনি। দুপুরে কালো মেঘে ঢেকে যায় চারিদিক। দুপুরে নাগাদ শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। এরপর ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে এলাকা।
চাষিদের দাবি, এবার অনেক দাম দিয়ে আলু বীজ কিনতে হয়েছে। সারের দামও চড়া। এত খরচ করে চাষ করতে গিয়ে ধারদেনা হয়ে গেছে। এরপর বৃষ্টি হলে চাষিদের অবস্থা শোচনীয় হয়ে যাবে। যদিও কৃষি অধিকর্তা বলেন, বৃষ্টি বাড়লে চাষের ক্ষয়ক্ষতি হবে। বেশি বৃষ্টি হলে জমি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাপ করা হবে। সরকার চাষিদের পাশে আছে।
advertisement
Rahee Halder
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 10:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Potato Price Hike: এখনই আলু কিনতে বাজারে পকেট ফাঁকা হচ্ছে, প্রকৃতি বাধ সাধলে চাষি থেকে গৃহস্থ সকলের কপালেই আরও দুঃখ









