Potato Cultivation: সংরক্ষণ সময়সীমা বৃদ্ধিতে সাময়িক স্বস্তি, কিন্তু হিমঘরের ভাড়া বাড়ায় চিন্তায় আলু ব্যবসায়ীরা
- Published by:Salmali Das
- local18
Last Updated:
Potato Cultivation: নতুন নির্দেশিকা অনুযায়ী ৩০ নভেম্বরের বদলে রাজ্যের হিমঘরগুলিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণ করা যাবে। তবে এজন্য সংরক্ষণকারীদের গুণতে হবে বাড়তি হিমঘর ভাড়া।
কোতুলপুর, বাঁকুড়া: মেয়াদ শেষের আগেই রাজ্যের হিমঘরগুলিতে আলু সংরক্ষণের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করেছে রাজ্যের সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী ৩০ নভেম্বরের বদলে রাজ্যের হিমঘরগুলিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণ করা যাবে। তবে এজন্য সংরক্ষণকারীদের গুণতে হবে বাড়তি হিমঘর ভাড়া। বর্ধিত এই ভাড়া আলু চাষি ও সংরক্ষণকারীদের লোকসানের বহর আরও বেশ কিছুটা বৃদ্ধি করবে বলেই আশঙ্কা।
গত মরসুমে বেশি মাত্রায় উৎপাদন-সহ বিভিন্ন কারণং চলতি বছর আলুর দাম সে হারে বৃদ্ধি পায়নি। খোলা বাজারে জ্যোতি আলু ১৭ টাকা প্রতি কিলো দরে বিক্রি হলেও হিমঘরের দরজায় পাইকারি আলুর দর ১০ টাকা প্রতি কিলোর মধ্যেই বছরভর সীমাবদ্ধ রয়েছে। ফলে মোটা অঙ্কের হিমঘর ভাড়া দিয়ে আলু সংরক্ষণ করে এবার সেভাবে লাভের মুখ দেখতে পাননি আলু চাষি ও সংরক্ষণকারীরা। বাড়তি দাম পাওয়ার আশায় এখনও অনেক চাষি ও সংরক্ষণকারী তাঁদের আলু হিমঘরে মজুত রেখেছেন।
advertisement
আরও পড়ুনঃ অত্যন্ত সঙ্কটজনক খালেদা জিয়া, রয়েছেন লাইফ সাপোর্টে! বিএনপি নেতারা বলছেন, ‘আর কিছু বলার নেই’!
সরকারি হিসাবে এখনও রাজ্যের হিমঘরগুলিতে মোট সংরক্ষিত আলুর ১৩ থেকে ১৪ শতাংশ মজুত রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে হিমঘর খালি করে দিতে হয়। স্বাভাবিকভাবেই সংরক্ষিত এই ১৩ থেকে ১৪ শতাংশ আলু নিয়ে চিন্তায় পড়েছিলেন চাষি ও সংরক্ষণকারীরা। তবে মেয়াদ শেষের আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের হিমঘর গুলিতে আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর করায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে চাষিদের মধ্যে।
advertisement
advertisement
তবে, সরকারি ওই নির্দেশিকায় জানানো হয়েছে বাড়তি এই একমাস আলু সংরক্ষণের জন্য আনুপাতিক হারে বস্তা পিছু চাষি ও সংরক্ষণকারীদের গুনতে হবে ১০ টাকা ১১ পয়সা হিমঘর ভাড়া। এতেই লোকসানের বহর বৃদ্ধির আশঙ্কা করছেন আলু চাষি ও সংরক্ষণকারীরা। তাঁদের দাবি এবছর আলুর দাম সেভাবে না ওঠায় বস্তা পিছু ৯৭ টাকা হিমঘর ভাড়া দিয়ে লোকসানের মুখ দেখতে হয়েছে। এরপর ফের হিমঘর ভাড়া বৃদ্ধি করায় সেই লোকসানের বহর আরও বেশ কিছুটা বৃদ্ধি পাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 12:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Potato Cultivation: সংরক্ষণ সময়সীমা বৃদ্ধিতে সাময়িক স্বস্তি, কিন্তু হিমঘরের ভাড়া বাড়ায় চিন্তায় আলু ব্যবসায়ীরা

