জমি মাফিয়া, তোলাবাজ! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সাতসকালে মারাত্মক পোস্টার, ডোমজুড়ে তোলপাড়

Last Updated:

২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত পর পর দু বার ডোমজুড় থেকে বিধায়ক নির্বাচিত হন রাজীব বন্দ্যোপাধ্যায়৷

তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার ডোমজুড়ে৷
তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার ডোমজুড়ে৷
ডোমজুড়: খোদ তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই তাঁর নিজের বিধানসভা এলাকায় জমি মাফিয়া, তোলাবাজ তকমা দিয়ে পোস্টার পড়ল৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ডোমজুড়ে৷ এ দিন ভোরবেলাই স্থানীয় তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের নামে এই পোস্টার দেখে চোখে পড়ে সাধারণ মানুষের৷
ডোমজুড় বিধানসভা এলাকার বাঁকড়া এলাকায় লাগানো ওই পোস্টারে চাঞ্চল্যকর অভিযোগ এনে বলা হয়েছে, সারা বছর সাধারণ মানুষের জন্য কোনও কাজ করেননি কল্যাণ ঘোষ৷ কিন্তু সলপ-এ হাইওয়ের ধারে নিজের প্রভাব খাটিয়ে দশটি বড় জমি দখল করে নিয়েছেন তিনি৷ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের নামেই এই পোস্টার পড়ায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক৷
advertisement
advertisement
২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত পর পর দু বার ডোমজুড় থেকে বিধায়ক নির্বাচিত হন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ গত বিধানসভা নির্বাচনের আগে যিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন৷ যদিও ডোমজুড় থেকে ভোটে লড়ে এই কল্যাণ ঘোষের কাছেই পরাজিত হতে হয় রাজীবকে৷ পরে অবশ্য ফের তৃণমূলে ফেরেন তিনি৷
advertisement
এ দিনের পোস্টার কাণ্ডে নাম না করেই নিজের পূর্বসূরীর দিকে আঙুল তুলেছেন ডোমজুড়ের বর্তমান তৃণমূল বিধায়ক৷ কল্যাণ ঘোষ বলেন, পোস্টারে অভিযোগ করা হয়েছে আমি নাকি দশটা জমি দখল করে রেখেছি৷ জমি দূরে থাক, এক ধুলোকণা দখল করেছি প্রমাণ করতে পারলেও রাজনীতি করা ছেড়ে দেবো৷ ২০১১ সাল থেকে দশ বছর ডোমজুড় শুধু নয়, পাশের জগৎবল্লভপুর এলাকাতেও তোলাবাজি, সিন্ডিকেটের রমরমা ছিল৷ আমি বিধায়ক হওয়ার পর তার নব্বই শতাংশ বন্ধ করে দিয়েছি৷ সেই যন্ত্রণা থেকেই কেউ বা কারা এসব করে থাকতে পারে৷
advertisement
এর পরেই তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেন, বেশ কিছু তোলাবাজ আছে এলাকায় ঢুকতে পারে না৷ তারাই এসব করে বেড়ায়৷ কল্যাণ ঘোষের আরও দাবি, কারা এই পোস্টার লাগিয়ে তাঁর নামে কুৎসা ছড়িয়েছে তা জানতে পুলিশের অভি়যোগ দায়ের করবেন তিনি৷ প্রসঙ্গত গত বছরও এই সময়ই ডোমজুড়ে কল্যাণ ঘোষের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ সহ পোস্টার পড়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জমি মাফিয়া, তোলাবাজ! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সাতসকালে মারাত্মক পোস্টার, ডোমজুড়ে তোলপাড়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement