East Medinipur News: তাম্রলিপ্ত রাজবাড়ির মেলাকে ডাক বিভাগের স্বীকৃতি

Last Updated:

ময়ূর বংশীয় রাজাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল তাম্রলিপ্ত রাজ পরিবার। এই রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় দীর্ঘ সময় ধরে হয়ে আসছে তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা

+
পোস্টাল

পোস্টাল খামের উদ্বোধন

পূর্ব মেদিনীপুর: তাম্রলিপ্ত রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় চলা মেলা পেল বিশেষ স্বীকৃতি। ভারতীয় ডাক বিভাগের সৌজন্যে এল এই বিশেষ সম্মান। পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে প্রাচীন রাজ পরিবার তাম্রলিপ্ত রাজ পরিবার।
ময়ূর বংশীয় রাজাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল তাম্রলিপ্ত রাজ পরিবার। এই রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় দীর্ঘ সময় ধরে হয়ে আসছে তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা। এবার এই মেলা বিশেষ স্বীকৃতি লাভ করল ভারতীয় ডাক বিভাগ থেকে। ভারতীয় ডাক বিভাগের তমলুক হেড পোস্ট অফিস থেকে এই মেলার নামাঙ্কিত পোস্টাল কভার বা খাম চালু করা হয়েছে। পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন রাজবাড়ি তাম্রলিপ্ত রাজবাড়ি। রাজবাড়ির ইটের পাঁজরে লেখা বহু সময়ের ইতিহাস। আগেই হেরিটেজ স্বীকৃতি পেয়েছে এই রাজবাড়ি।
advertisement
advertisement
ইতিহাসের পাতা উল্টোলে জানা যায়, রাজ বংশের ৩৫ তম রাজা শ্রী লক্ষ্মী নারায়ণ রায় আজ থেকে প্রায় ৯৭৩ বছর আগে একটি মেলা চালু করেন। তবে ব্রিটিশ শাসনের কারণে সেই মেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় কমিটি গড়ে ওই মেলা ১৯৯৮ সালে তাম্রলিপ্ত জনসাস্থ্য, কৃষি, কুটির শিল্প মেলা তমলুক, নামে নতুন শুরু হয়। প্রতিবছর ডিসেম্বর মাসের শেষ লগ্নে রাজবাড়ির ময়দানে বসে এই মেলার আসর। বর্তমানে এই মেলার একটি নির্দিষ্ট কমিটি রয়েছে। কমিটির প্রধান রাজ পরিবারের বংশধর তথা তাম্রলিপ্ত পুরসভার পুরপ্রধান ডঃ দীপেন্দ্র নারায়ণ রায়। সেই প্রাচীন মেলাকেই বিশেষভাবে স্বীকৃতি দিল ভারতীয় ডাক বিভাগ দফতর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তমলুক শহরের একটি সভাঘরে পশ্চিমবঙ্গ সার্কেলের তমলুক হেড পোস্ট অফিসের পক্ষ থেকে স্পেশাল কভারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের জেনারেল পোস্টমাস্টার শশী শালিনি কুজুর।
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: তাম্রলিপ্ত রাজবাড়ির মেলাকে ডাক বিভাগের স্বীকৃতি
Next Article
advertisement
Nadia News: তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
  • নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।

VIEW MORE
advertisement
advertisement