সাত সকালে থমকে গেল সবাই! রামলালের রাগের সামনে রেহাই পেল না গাড়িও! জঙ্গলমহলে তাণ্ডবের ভিডিও ভাইরাল
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
সাতসকালে ক্ষেপে গেল রামলাল। জঙ্গলের মধ্যেই শুরু তার তাণ্ডব। খাবার না পেয়ে রাগেই উল্টে দিল একটি ছোট গাড়ি। ভাঙচুর চালায় গাড়িতে।
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সাতসকালে হঠাৎ ক্ষেপে গেল রামলাল। জঙ্গলের মধ্যেই শুরু হয় তার তাণ্ডব। খাবার না পেয়ে রাগেই উল্টে দিল একটি ছোট গাড়ি। ভাঙচুর চালায় গাড়িতে। হঠাৎই শান্ত রামলালকে অশান্ত হয়ে উঠতে দেখে চমকে গিয়েছে সকলে। জঙ্গলমহলের শান্ত হাতি রামলাল হঠাৎই এদিন রেগে আগুন। বেশ কয়েকদিন ধরে পিড়াকাটা সংলগ্ন এলাকায় রয়েছে রামলাল। কখনও খাদানের জলে নেমে স্নান করছে সে, আবার কখনও দুলকি চলেছে এদিক থেকে ওদিক। তবে হঠাৎই বুধবার সকালে রেগে যায় সে। মনে করা হচ্ছে খাবারের সন্ধানে গিয়ে খাবার না পেয়ে রেগে আগুন জঙ্গলমহলের প্রিয় রামলাল। এরপর একটি গাড়িকে উল্টে দেয় সে। যদিও কোনওভাবে প্রাণে বাঁচে সেই গাড়ির চালক।
আরও পড়ুন: নেই কংক্রিটের জেটি! জীবনের ঝুঁকি নিয়ে নিত্য নৌকায় যাতায়াত…
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা সংলগ্ন জঙ্গলে অবস্থান করছে রামলাল। বুধবারও খাবারের খোঁজে বের হয় সে। তবে এদিন পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের ঘাগরাশোল এলাকায় স্কুল ডিউটি লেখা একটি প্রাইভেট গাড়ির উপর তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঞ্জা থেকে লালগেরিয়া যাওয়ার জঙ্গল পথ দিয়ে যাচ্ছিল এই প্রাইভেট গাড়ি। হঠাৎই তার পথ আটকায় রামলাল। এরপর খাবারের সন্ধান করে। গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক। খাবার না পেয়ে এরপর ভাঙচুর করে গাড়িতে। উল্টে দেয় গাড়িটিকে। স্বাভাবিকভাবে ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ। ঘটনাস্থলে যায় বন আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুন: দু’ঘণ্টার মধ্যেই ৪ জেলায় বৃষ্টি! হলুদ সতর্কতা..কাঠ ফাটা রোদ, দরদর করে ঘাম থেকে একটু রেহাই
advertisement
শুধু তাই নয় মেদিনীপুর সদরের একাধিক জায়গায় তাণ্ডব চালিয়েছে বুনো হাতির পাল। স্বাভাবিকভাবে জঙ্গলমহলের দু\’জায়গায় হাতির তাণ্ডবে নাজেহাল সকলে। দিন কয়েক আগেই হাতি মৃত্যুতে শোকস্তব্ধ ছিল জঙ্গলমহল। এবার জঙ্গলমহলে হাতির তাণ্ডব। ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের।
advertisement
শান্ত রামলালকে এমন ভাবে ক্ষেপে উঠতে দেখে রীতিমত হতবাক সকলে। ইতিমধ্যে জেলার মেদিনীপুর সদর, শালবনী, পিড়াকাটা সহ একাধিক জায়গায় রয়েছে হাতির দল। সতর্ক থাকার পরামর্শ বন দফতরের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাত সকালে থমকে গেল সবাই! রামলালের রাগের সামনে রেহাই পেল না গাড়িও! জঙ্গলমহলে তাণ্ডবের ভিডিও ভাইরাল