Howrah News: পুকুরের মাছ বাঁচাতে গিয়ে ছুটে আসছে নতুন বিপদ! ভারসাম্য ক্ষয়ক্ষতির মুখে পড়ছে পরিবেশ
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
পুকুরের মাছ বাঁচাতে গিয়ে ক্ষতি হচ্ছে পরিবেশের
হাওড়া: মাছ বাঁচাতে পুকুরে পাতা জালে জীবন হারাচ্ছে পাখিরা! চাষাবাদি পুকুরে টাঙান হচ্ছে সুক্ষ্ম নাইলন জাল, তাতেই বিপদ বাড়ছে পশু-পাখির। পুকুরে লাগানো জাল পরিবেশের পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলছে। বর্তমান সময়ে অধিকাংশ আবাদি পুকুরে দেখা যাচ্ছে নাইলন জাল। পুকুরে মাছ শিকার করতে নেমে বক পানকৌড়ি মাছরাঙা আটকে পড়ছে। কম বেশি প্রায় সমস্ত পুকুরে লক্ষ্য করলে দেখা যাবে যত্রতত্র জাল লাগানো রয়েছে। সেই জালে আটকে থাকতে দেখা যাবে নানা পাখি। এটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের চোখে। এতে দারুণ ভাবে ভাবিয়ে তুলেছে পরিবেশ কর্মীদের। পাখিদের বিপদ বাড়াচ্ছে পুকুরে পাতা জাল ও নাইলন মাঞ্জা সুতো। এ থেকে পাখিদের প্রাণ বাঁচবে কিভাবে। ভীষণভাবে ভাবিয়ে তুলছে।
পুকুরে লাগানো জালে একের পর এক পাখির নিথর দেহ ঝুলছে। এভাবেই বিপদ বাড়ছে ওদের। পুকুরে মাছ শিকার করতে নেমে কারও পা, কারও ডানা আটকে পড়ছে। যতই খোলার চেষ্টা করে ততই জড়িয়ে পরে পাখির দেহ। একসময় ক্ষতবিক্ষত হয়ে প্রাণ যাচ্ছে পাখিদের। এ বিষয়ে স্থানীয় পরিবেশ কর্মীদের অনবরত প্রচার অভিযান চললেও মিলছে না সুফল। গত কয়েকদিন আগেও হাওড়ার মাজু’তে একটি পুকুরে একসঙ্গে চারটি সাদা বক আটকে ঝুলতে দেখা গেল। একটি পুকুরে লাগানো জালে একসঙ্গে চার চারটি বকের দেহ ঝুলছে। এই ঘটনায় স্থানীয় মানুষকেও ভাবিয়ে তুলল। কোনটি এক সপ্তাহ কোনটি পাঁচ দিন আবার কোনটি চার দিন এভাবে দিন কয়েক অন্তর আটকেছে বকগুলি। প্রতিটি বকের দেহের নানা অংশে ক্ষত সৃষ্টি হয়ে মৃত্যু ঘটে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়রা খবর দেয় ‘ফিউচার ফর নেচার’ সংগঠনের সদস্য পরিবেশ কর্মী সৌরভ দত্ত’কে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় সৌরভ। স্থানীয় মানুষকে সচেতনতার পাশপাশি খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই পুকুরে লাগান জাল কেটে বকগুলিকে উদ্ধার করে। এ প্রসঙ্গে পরিবেশকর্মী সৌরভ দত্ত জানান, “যতদিন গড়াচ্ছে ততই চিন্তা বাড়াচ্ছে পুকুরে পাতা জাল। পুকুরে লাগানো জালে আটকে প্রতিনিয়ত মৃত্যুর মুখে পড়ছে মাছরাঙা বক, পানকৌড়ি, পেঁচা, কাক, পায়রা সহ নানা পাখি।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 13, 2025 1:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: পুকুরের মাছ বাঁচাতে গিয়ে ছুটে আসছে নতুন বিপদ! ভারসাম্য ক্ষয়ক্ষতির মুখে পড়ছে পরিবেশ
