Abandoned Hostel: পরিত্যক্ত ছাত্রাবাস থেকে ছড়াচ্ছে দূষণ!

Last Updated:

Abandoned Hostel: পরিত্যক্ত ছাত্রাবাস থেকে পড়ুয়াদের সরিয়ে আনা হলেও তার বাথরুম এবং সেপটিক ট্যাঙ্ক থেকে এলাকায় দূষণ ছড়িয়ে পড়ছে। পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে মশার লার্ভা পাওয়া গিয়েছে

+
পরিত্যক্ত

পরিত্যক্ত ছাত্রাবাস

পাথরপ্রতিমা: স্কুলের পরিত্যক্ত ছাত্রাবাস থেকে হচ্ছে পরিবেশ দূষণ। এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল পাথরপ্রতিমায়। সেখানকার দক্ষিণ কাশীনগর হাইস্কুলের একটি পুরানো ছাত্রবাস ছিল। সেই ছাত্রাবাসটি বর্তমানে পরিত্যক্ত। সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের সরিয়ে স্কুলভবনে এনে রাখে। তারপর থেকেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ওই ছাত্রাবাসটি।
সম্প্রতি স্থানীয়রা অভিযোগ করেছেন, পরিত্যক্ত ছাত্রাবাস থেকে পড়ুয়াদের সরিয়ে আনা হলেও তার বাথরুম এবং সেপটিক ট্যাঙ্ক থেকে এলাকায় দূষণ ছড়িয়ে পড়ছে। পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এই ঘটনার দ্রুত সমাধান ছাইছেন স্থানীয়রা। এই নিয়ে স্থানীয় বাসিন্দা সুজাউদ্দিন জ্বালানি জানান, অবিলম্বে পরিত্যক্ত ছাত্রাবাসটির দূষণ বন্ধ না করলে এলাকার পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
advertisement
advertisement
স্থানীয়দের আরও অভিযোগ, স্কুলের পক্ষ থেকে বারবার ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হলেও তারা নিজেদের ভূমিকা সম্বন্ধে চরম অসচেতন। খোদ স্কুল প্রাঙ্গণ হয়ে উঠেছে ডেঙ্গির আখড়া। এদিকে স্কুল কর্তৃপক্ষ সমস্ত ঘটনা মেনে নিয়ে জানিয়েছে, তারা গোটা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। সেখান থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abandoned Hostel: পরিত্যক্ত ছাত্রাবাস থেকে ছড়াচ্ছে দূষণ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement