Polluted Stagnant Water: জলে ভাসছে আবর্জনা, মানুষের মল! জুতো হাতে খালি পায়ে তার উপর দিয়েই স্কুলমুখী পড়ুয়ারা
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Kaustav
Last Updated:
নোংরা জলে ভাসছে গোটা এলাকা। সেই জলের মধ্যে আবর্ভাজনা থেকে শুরু করে মানুষের মল, সবকিছু ভেসে বেড়াচ্ছে! জুতো যাতে ভিজে না যায় তাই বাধ্য হয়েই এই নোংরা খালি পায়ে পার হতে হচ্ছে সবাইকে
ডোমজুড়, হাওড়া, রাকেশ মাইতি: স্কুলের পোশাক পরে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে যাওয়ার ছবিটা পরিচিত হলেও, পায়ে জুতো নেই। বরং সেটা উঠে এসেছে ওই খুদেদের হাতে। এভাবেই দিনের পর দিন স্কুলে যাচ্ছে ডোমজুড়ের সলপ-১ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকার পড়ুয়ারা। কারণ নোংরা জলে ভাসছে গোটা এলাকা। সেই জলের মধ্যে আবর্ভাজনা থেকে শুরু করে মানুষের মল, সবকিছু ভেসে বেড়াচ্ছে! জুতো যাতে ভিজে না যায় তাই বাধ্য হয়েই এই নোংরা খালি পায়ে পার হতে হচ্ছে সবাইকে।
গ্রামবাসীদের বাড়ির উঠোন, ঘরের মেঝে সবকিছুর দখল নিয়েছে জমা জল। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছে একতলার ছাদে। নাওয়া-খাওয়া প্রায় বন্ধ। নোংরা জমা জলে জলে থৈ থৈ করছে শৌচালয় ও রান্নাঘর। এই চরম ভোগান্তির মেয়াদ প্রায় সপ্তাহ পেড়িয়েছে। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে। আবার জায়গায় তো বুক সমান জলও জমে আছে।
advertisement
আরও পড়ুন: লক্ষাধিক মানুষকে বিপাকে ফেলে ভেঙে পড়ল বিদ্যাধরী খালের সেতু
জমা জলে দারুন প্রভাব পড়েছে স্থানীয় পড়ুয়াদের। একটানা স্কুল ছুটি করা অসম্ভব। বহু ছাত্র-ছাত্রীর পরীক্ষা চলছে। ফলে সমস্যা আরও বেড়েছে। নোংরা আবর্জনা ভর্তি এই বিষাক্ত জল পেরিয়ে স্কুলে পৌঁছচ্ছে ছাত্র-ছাত্রীরা। এই নোংরা জলের উপর দিয়ে নিয়মিত যেতে হওয়ায় বড়োসড় অসুখ হতে পারে বলে অনেকের আশঙ্কা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাওড়া শহর ও শহরতলির বেশ কিছু এলাকায় বর্ষা মানেই জমা জলের ভোগান্তি। সেই সমস্ত এলাকা এবার সময়ের আগেই জলে ভাসছে। এবার অতি বৃষ্টির কারণে নতুন করে বহু এলাকায় জমা জলের সমস্যা দেখা দিয়েছে। ডোমজুড়ের সলপ-১ গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ জমা জলের দুর্ভোগে নাজেহাল। স্থানীয় মানুষের অভিযোগ, নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে এই ভোগান্তি। অন্যদিকে পুকুর ও জলাজমি ভরাটের ফলে সহজে জল নামছে না এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2025 6:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Polluted Stagnant Water: জলে ভাসছে আবর্জনা, মানুষের মল! জুতো হাতে খালি পায়ে তার উপর দিয়েই স্কুলমুখী পড়ুয়ারা









