North 24 Parganas News: বারাসতের বন্ধ সিরাজ উদ্যান নিয়ে এবার তদন্তে পৌরসভা, শুরু রাজনৈতিক তরজা
- Edited by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
North 24 Parganas News: উত্তর 24 পরগনা বারাসত পুরসভার সিরাজ পার্কের সৌন্দর্যায়ন বিতর্কের তদন্ত ইস্যুতে রাজনৈতিক লড়াই শুরু। আসরে শাসক-বিরোধী সব পক্ষই।
উত্তর ২৪ পরগনা: বারাসতের সিরাজ উদ্যান নিয়ে আবারও প্রকাশ্যে চলে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্যে পালা বদলের পর সৌন্দর্যায়ন করা হয় বারাসাত চাপাডালি মোড় সংলগ্ন সিরাজ উদ্যানের। বারাসত পুরসভার উদ্যোগে তৎকালীন পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়ের সময়কালে সুন্দরভাবে সাজিয়ে তোলার পর ২০১৯ সালে উদ্যানটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সদর বারাসতে আমোদ প্রমোদের জন্য এটিই সবচেয়ে বড় উদ্যান ছিল। পার্কের আনাচেকানাচে ফুটিয়ে তোলা হয়েছিল নানা ইতিহাস। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদৌল্লা নাম অনুসারেই উদ্যানটির নামাকরণ করা হয়। উদ্যানের মাঝে ছিল একটি পুকুর।
তবে বর্তমানে বারাসত পৌর প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে উদ্যানটি। ইতিমধ্যেই পৌরসভার সূত্রের খবর, সিরাজ উদ্যানের রক্ষণাবেক্ষণের জন্য যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল তারা তাদের চুক্তি ভঙ্গ করার আগ্রহ প্রকাশ করতেই, বারাসাত পৌরসভার তরফ থেকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়।আর তাই সিরাজ উদ্যান নিয়ে বর্তমান চেয়ারম্যান তদন্ত কমিশন বসানোর পরই, গর্জে উঠলেন প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখাোপাধ্যায়। এদিন রীতিমত সাংবাদিক সম্মেলন করে সুনীল মুখোপাধ্যায় দাবি করেন,"সিরাজ উদ্যান নিয়ে তদন্ত কমিশন বসানোর মূল উদ্দেশ্য তাকে হেয় করা। বারাসতের বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় তাকে হেয় করবার জন্যই এই তদন্তের নির্দেশ দিয়েছেন।"
advertisement
একইসঙ্গে সুনীল মুখার্জী দাবি করেন,"তার ওয়ার্ড থেকে শুরু করে বারাসাতের বেশ কতগুলো ওয়ার্ডে অবাধে পুকুর ভরাট চলছে। সে বিষয়ে হেলদোল নেই পুর প্রধানের।" যদিও অভিযোগ নস্যাৎ করে দিয়ে অশনি মুখোপাধ্যায় বলেন,"পুকুর ভরাটের কোন অভিযোগ এখনও পর্যন্ত তাদের কাছে আসেনি। আসলে নিশ্চয় ব্যবস্থা নেবেন। সিরাজউদ্দানের যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল তারা তাদের চুক্তি ভঙ্গ করার কারণেই তদন্ত করার নির্দেশ দিতে হয়েছে এবং সেটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।"
advertisement
advertisement
অন্যদিকে, বারাসতের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় অভিযোগ করেন,"এই সিরাজ উদ্যান এর নামটাই তো পরিবর্তন করে দেওয়া হয়েছে। নেতাজী উদ্যানের নাম পরিবর্তন করে তৃণমূল কংগ্রেস রাতারাতি এটা করেছে লুটেপুটে খাওয়ার জন্য। সব মিলিয়ে সিরাজ উদ্যান নিয়ে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এখন জল কোনদিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে বারাসতবাসীরা।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2023 8:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বারাসতের বন্ধ সিরাজ উদ্যান নিয়ে এবার তদন্তে পৌরসভা, শুরু রাজনৈতিক তরজা