West Medinipur News: দিনের চোর-পুলিশ দৌড় শেষে রাত কাটে রবীন্দ্র-নজরুল আশ্রয়ে! এমন‌ও পুলিশ হয়

Last Updated:

পেশায় পুলিশ আধিকারিক হলেও দিলীপবাবু নেশায় মাউথ অর্গ্যান শিল্পী। প্রথাগত তালিম না পেলেও কাজের ফাঁকে অবসর সময়ে অভ্যাস করতে করতে তিনি এখন সহজেই রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গানের সুর তুলতে পারেন

+
মাউথ

মাউথ অর্গান বাজাচ্ছেন পুলিশ অফিসার

পশ্চিম মেদিনীপুর: ক্রাইম কিংবা আইনশৃঙ্খলা রক্ষা করা নিয়ে সারাদিন কাটে প্রচন্ড ব্যস্ততায়। পরিবার ছেড়ে সাধারণ মানুষের সুরক্ষায় নিয়োজিত তিনি। তবে দিনের শেষে সময় কাটান মাউথ অর্গ্যান নিয়ে। সুর তোলেন রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি থেকে আধুনিক গানের। পিংলা থানায় কর্মরত পুলিশ আধিকারিক দিলীপ কুমার জানার এই প্রতিভার পরিচয় পেয়ে অবাক তাঁর সহকর্মীরা।
পেশায় পুলিশ আধিকারিক হলেও দিলীপবাবু নেশায় মাউথ অর্গ্যান শিল্পী। প্রথাগত তালিম না পেলেও কাজের ফাঁকে অবসর সময়ে অভ্যাস করতে করতে তিনি এখন সহজেই রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গানের সুর তুলতে পারেন ওই ছোট্ট যন্ত্রটিতে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানায় কর্মরত এই প্রতিভাধর পুলিশকর্মী।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
২০১৯ সাল থেকে শুরু দিলীপ কুমার জানার এই মাউথ অর্গ্যান চর্চা। সাধারণ মানুষকে সুবিধা দিতে নিজেদের পরিবার-পরিজন, আনন্দ ভুলে নিজেদের দায়িত্বে অবিচল থাকেন পুলিশকর্মীরা। সারাদিনের চাপ সামলে দিনের শেষে অনেকটা একাকীত্বে ভোগেন। সেই একাকীত্ব কাটাতেই বেছে নিয়েছেন মাউথ অর্গ্যানকে। বিশেষজ্ঞরাও বলছেন, নিজের এইরকম শখ খুঁজে নিলে মন ভাল থাকে, অন্যের উপর নির্ভর করতে হয় না।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: দিনের চোর-পুলিশ দৌড় শেষে রাত কাটে রবীন্দ্র-নজরুল আশ্রয়ে! এমন‌ও পুলিশ হয়
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement