West Medinipur News: দিনের চোর-পুলিশ দৌড় শেষে রাত কাটে রবীন্দ্র-নজরুল আশ্রয়ে! এমনও পুলিশ হয়
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পেশায় পুলিশ আধিকারিক হলেও দিলীপবাবু নেশায় মাউথ অর্গ্যান শিল্পী। প্রথাগত তালিম না পেলেও কাজের ফাঁকে অবসর সময়ে অভ্যাস করতে করতে তিনি এখন সহজেই রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গানের সুর তুলতে পারেন
পশ্চিম মেদিনীপুর: ক্রাইম কিংবা আইনশৃঙ্খলা রক্ষা করা নিয়ে সারাদিন কাটে প্রচন্ড ব্যস্ততায়। পরিবার ছেড়ে সাধারণ মানুষের সুরক্ষায় নিয়োজিত তিনি। তবে দিনের শেষে সময় কাটান মাউথ অর্গ্যান নিয়ে। সুর তোলেন রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি থেকে আধুনিক গানের। পিংলা থানায় কর্মরত পুলিশ আধিকারিক দিলীপ কুমার জানার এই প্রতিভার পরিচয় পেয়ে অবাক তাঁর সহকর্মীরা।
পেশায় পুলিশ আধিকারিক হলেও দিলীপবাবু নেশায় মাউথ অর্গ্যান শিল্পী। প্রথাগত তালিম না পেলেও কাজের ফাঁকে অবসর সময়ে অভ্যাস করতে করতে তিনি এখন সহজেই রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গানের সুর তুলতে পারেন ওই ছোট্ট যন্ত্রটিতে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানায় কর্মরত এই প্রতিভাধর পুলিশকর্মী।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
২০১৯ সাল থেকে শুরু দিলীপ কুমার জানার এই মাউথ অর্গ্যান চর্চা। সাধারণ মানুষকে সুবিধা দিতে নিজেদের পরিবার-পরিজন, আনন্দ ভুলে নিজেদের দায়িত্বে অবিচল থাকেন পুলিশকর্মীরা। সারাদিনের চাপ সামলে দিনের শেষে অনেকটা একাকীত্বে ভোগেন। সেই একাকীত্ব কাটাতেই বেছে নিয়েছেন মাউথ অর্গ্যানকে। বিশেষজ্ঞরাও বলছেন, নিজের এইরকম শখ খুঁজে নিলে মন ভাল থাকে, অন্যের উপর নির্ভর করতে হয় না।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 24, 2024 1:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: দিনের চোর-পুলিশ দৌড় শেষে রাত কাটে রবীন্দ্র-নজরুল আশ্রয়ে! এমনও পুলিশ হয়







