Krishnanagar Murder Update: গোপনে দেশরাজের সঙ্গে যোগাযোগ ছিল ঈশিতার? কৃষ্ণনগর কাণ্ডে পুলিশের মনেই প্রশ্ন

Last Updated:

সোমবার দুপুরে ছক কষে বাড়িতে ঢুকে ওই কলেজ ছাত্রীকে দেশরাজ খুন করেছে, তাতে ঈশিতার সঙ্গে অভিযুক্তের গোপনে যোগাযোগের কথা উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা৷ পু

ঈশিতা-দেশরাজের সম্পর্ক কি সত্যিই ছিন্ন হয়েছিল?
ঈশিতা-দেশরাজের সম্পর্ক কি সত্যিই ছিন্ন হয়েছিল?
সমীর রুদ্র, কৃষ্ণনগর: দেশরাজের থেকে দূরে রাখতেই মেয়েকে কৃষ্ণনগরের বাড়িতে ফিরিয়ে এনেছিল মল্লিক পরিবার৷ কিন্তু পরিবার না চাইলেও কি গোপনে দেশরাজের সঙ্গে যোগাযোগ রাখছিল ঈশিতা?
কৃষ্ণনগরের মানিকপাড়ায় যেভাবে সোমবার দুপুরে বাড়িতে ঢুকে ঈশিতাকে খুন করেছে দেশরাজ, তাতে দু জনের মধ্যে গোপনে যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ যদিও যতক্ষণ না অভিযুক্ত দেশরাজকে গ্রেফতার করা হচ্ছে, এ বিষয়ে নিশ্চি হতে পারছেন না তদন্তকারীরা৷
তদন্তকারীদের দাবি, যেভাবে সোমবার দুপুরে ছক কষে বাড়িতে ঢুকে ওই কলেজ ছাত্রীকে দেশরাজ খুন করেছে, তাতে ঈশিতার সঙ্গে অভিযুক্তের গোপনে যোগাযোগের কথা উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা৷ পুলিশ আরও জানতে পেরেছে, কৃষ্ণনগরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ থেকে বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করার জন্য ভর্তি হয়েছিল দেশরাজ৷ ঈশিতার সঙ্গে যোগাযোগ রাখতেই দেশরাজ কৃষ্ণনগরের কলেজে ভর্তি হয়েছিল কি না, তাও ভাবাচ্ছে তদন্তকারীদের৷
advertisement
advertisement
ম ওই সময় ঈশিতার বাবা অফিসে থাকেন, মা স্কুলে যান ঈশিতার ভাইকে আনতে৷ সেই সুযোগেই দেশরাজ ঈশিতাদের বাড়ির দোতলায় উঠে যায়৷ ওই সময় যে ঈশিতাদের বাড়ি ফাঁকা থাকে, তা দেশরাজ কী ভাবে জানল, এই প্রশ্ন উঁকি দিয়েছে তদন্তকারীদের মনে৷ ঈশিতার থেকেই দেশরাজ এই খবর পেয়ে থাকতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশও৷
advertisement
২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত কাঁচরাপাড়ায় থেকে পড়াশোনা করে ঈশিতা৷ বয়সের ফারাক থাকলেও দু জনে সহপাঠীই ছিল৷ সেই সময়ই দেশরাজের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ঈশিতার৷
২০২৩ সালে ঈশিতা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেওয়ার পর তাঁকে কৃষ্ণনগরে নিয়ে চলে আসে তাঁর পরিবার৷ এর পর থেকেই ঈশিতার সঙ্গে যোগাযোগ কমে যায় দেশরাজের৷ কিন্তু দু জনের মধ্যে যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নন তদন্তকারীরা৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Murder Update: গোপনে দেশরাজের সঙ্গে যোগাযোগ ছিল ঈশিতার? কৃষ্ণনগর কাণ্ডে পুলিশের মনেই প্রশ্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement