Madhyamgram Domestic Help Theft: মাটির নীচে ১২ লক্ষের গয়না পুঁতে রেখেছিল পরিচারিকা! মধ্যমগ্রামে কী কাণ্ড, কয়েক ঘণ্টাতেই বাজিমাত পুলিশের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মধ্যমগ্রামের বসুনগরে এই চুরির ঘটনা ঘটেছিল৷ পরিচিত একজনের সূত্রে নতুন এক পরিচারিকাকে বাড়ির কাজে রেখেছিল ওই পরিবার৷
জিয়াউল আলম, মধ্যমগ্রাম: মাত্র তিন দিন বাড়িতে কাজে যোগ দিয়েছিল পরিচারিকা৷ বাড়ির সদস্যদের অসতর্কতার সুযোগ নিয়ে সেই পরিচারিকাই প্রায় ১২ লক্ষ টাকার সোনার গয়না চুরি করে পালিয়েছিল৷ শেষ পর্যন্ত মধ্যমগ্রাম থানার পুলিশের তৎপরতায় সেই সমস্ত গয়নাই উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল অভিযোগকারী পরিবারের হাতে৷
জানা গিয়েছে, মধ্যমগ্রামের বসুনগরে এই চুরির ঘটনা ঘটেছিল৷ পরিচিত একজনের সূত্রে নতুন এক পরিচারিকাকে বাড়ির কাজে রেখেছিল ওই পরিবার৷ কাজে যোগ দেওয়ার তিন দিনের মাথায় গত ৭ জুন বাড়ির আলমারি থেকে প্রায় ১২ লক্ষ টাকার সোনার চেন, কানের দুল, আংটি চুরি করে নিয়ে পালায় ওই পরিচারিকা৷ গত ১০ জুন মধ্যমগ্রাম থানায় চুরির অভিযোগ জানায় ওই পরিবার৷
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই পরিচারিকার বাড়ি উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরে৷ ১০ তারিখ রাতেই সেখানে হানা দিয়েই ওই পরিচারিকার বাড়ির ভিতরে মাটি খুঁড়ে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করে পুলিশ৷ গ্রেফতার করা হয় ওই পরিচারিকাকে৷ এ দিন সেই সমস্ত গয়নাই অভিযোগকারী পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷
advertisement
শুধু এই সোনা চুরির ঘটনা নয়, গত কয়েকদিনে মধ্যমগ্রাম থানা এলাকায় চুরি যাওয়া মোট ১৭ লক্ষ টাকার জিনিস এ দিন অভিযোগকারীদের হাতে ফিরিয়ে দিল পুলিশ৷ বাড়ি থেকে গ্যাস, এসি-র পাইপ চুরির সঙ্গে যুক্ত দুই চোর কৃষ্ণ এবং কানাইকেও গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশের হাত থেকে বাঁচতে হাসপাতালে রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে রাতে ঘুমতো কানাই৷ কৃষ্ণ থাকত দমদম রেল স্টেশনে৷ মোবাইল ফোনও ব্যবহার করত না তারা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamgram Domestic Help Theft: মাটির নীচে ১২ লক্ষের গয়না পুঁতে রেখেছিল পরিচারিকা! মধ্যমগ্রামে কী কাণ্ড, কয়েক ঘণ্টাতেই বাজিমাত পুলিশের