Madhyamgram Domestic Help Theft: মাটির নীচে ১২ লক্ষের গয়না পুঁতে রেখেছিল পরিচারিকা! মধ্যমগ্রামে কী কাণ্ড, কয়েক ঘণ্টাতেই বাজিমাত পুলিশের

Last Updated:

মধ্যমগ্রামের বসুনগরে এই চুরির ঘটনা ঘটেছিল৷ পরিচিত একজনের সূত্রে নতুন এক পরিচারিকাকে বাড়ির কাজে রেখেছিল ওই পরিবার৷

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
জিয়াউল আলম, মধ্যমগ্রাম: মাত্র তিন দিন বাড়িতে কাজে যোগ দিয়েছিল পরিচারিকা৷ বাড়ির সদস্যদের অসতর্কতার সুযোগ নিয়ে সেই পরিচারিকাই প্রায় ১২ লক্ষ টাকার সোনার গয়না চুরি করে পালিয়েছিল৷ শেষ পর্যন্ত মধ্যমগ্রাম থানার পুলিশের তৎপরতায় সেই সমস্ত গয়নাই উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল অভিযোগকারী পরিবারের হাতে৷
জানা গিয়েছে, মধ্যমগ্রামের বসুনগরে এই চুরির ঘটনা ঘটেছিল৷ পরিচিত একজনের সূত্রে নতুন এক পরিচারিকাকে বাড়ির কাজে রেখেছিল ওই পরিবার৷ কাজে যোগ দেওয়ার তিন দিনের মাথায় গত ৭ জুন বাড়ির আলমারি থেকে প্রায় ১২ লক্ষ টাকার সোনার চেন, কানের দুল, আংটি চুরি করে নিয়ে পালায় ওই পরিচারিকা৷ গত ১০ জুন মধ্যমগ্রাম থানায় চুরির অভিযোগ জানায় ওই পরিবার৷
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই পরিচারিকার বাড়ি উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরে৷ ১০ তারিখ রাতেই সেখানে হানা দিয়েই ওই পরিচারিকার বাড়ির ভিতরে মাটি খুঁড়ে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করে পুলিশ৷ গ্রেফতার করা হয় ওই পরিচারিকাকে৷ এ দিন সেই সমস্ত গয়নাই অভিযোগকারী পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷
advertisement
শুধু এই সোনা চুরির ঘটনা নয়, গত কয়েকদিনে মধ্যমগ্রাম থানা এলাকায় চুরি যাওয়া মোট ১৭ লক্ষ টাকার জিনিস এ দিন অভিযোগকারীদের হাতে ফিরিয়ে দিল পুলিশ৷ বাড়ি থেকে গ্যাস, এসি-র পাইপ চুরির সঙ্গে যুক্ত দুই চোর কৃষ্ণ এবং কানাইকেও গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশের হাত থেকে বাঁচতে হাসপাতালে রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে রাতে ঘুমতো কানাই৷ কৃষ্ণ থাকত দমদম রেল স্টেশনে৷ মোবাইল ফোনও ব্যবহার করত না তারা৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamgram Domestic Help Theft: মাটির নীচে ১২ লক্ষের গয়না পুঁতে রেখেছিল পরিচারিকা! মধ্যমগ্রামে কী কাণ্ড, কয়েক ঘণ্টাতেই বাজিমাত পুলিশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement