Panihati Surgery Scam: হয়েছিল হার্নিয়া, স্বাস্থ্যসাথীর টাকা হাতাতে কী অপারেশন করালেন চিকিৎসক? পানিহাটিতে কাঠগড়ায় নার্সিং হোম

Last Updated:

অস্ত্রোপচারের কিছু দিন পর ওই রোগী খেয়াল করেন, শরীরের যে অংশে হার্নিয়া ছিল সেই জায়গাটি ফের উঁচু লাগছে৷

News18
News18
সুবীর দে, কামারহাটি: হার্নিয়া অপারেশনের জন্য নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন রোগী৷ কিন্তু অস্ত্রোপচার সেরে বাড়ি ফেরার পর তিনি জানতে পারলেন, হার্নিয়া নয়, তাঁর অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়েছে৷ অভিযোগ, যেহেতু স্বাস্থ্য সাথী কার্ডে হার্নিয়া অপারেশনের টাকা পাওয়া যায় না, তাই নার্সিং হোমের মালিক বিশ্বজিৎ দাস নামে এক চিকিৎসক ওই রোগীর অ্যাপেন্ডিক্স অপারেশন করে দেন৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার পানিহাটির দেশবন্ধু নগরে৷ এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস হার্নিয়া অপারেশন করানোর জন্য পানিহাটি হাসপাতালে যান৷ সেই হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ দাস ওই রোগীকে তাঁর নার্সিং হোমে অস্ত্রোপচার করানোর কথা বলেন৷ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই অস্ত্রোপচার করানো হবে বলে আশ্বস্ত করেন ওই চিকিৎসক৷ সেই মতো ওই নার্সিং হোমেই ভর্তি হন বিশ্বজিৎবাবু৷ নির্দিষ্ট দিনে তাঁর অস্ত্রোপচারও করেন চিকিৎসক বিশ্বজিৎ দাস৷
advertisement
কিন্তু অস্ত্রোপচারের কিছু দিন পর ওই রোগী খেয়াল করেন, শরীরের যে অংশে হার্নিয়া ছিল সেই জায়গাটি ফের উঁচু লাগছে৷ ধীরে ধীরে সেখানে ফের ব্যথা বাড়তে থাকে৷ অভিযোগ, এর পর বার বার নার্সিংহোমের মালিক চিকিৎসক বিশ্বজিৎ দাসকে বিষয়টি জানালেও তিনি রোগীকে ভয় দেখিয়ে দিনের পর দিন ঘোরাতে থাকেন৷
advertisement
advertisement
এর পর ওই রোগীর সমস্যা বাড়তে থাকলে তাঁর পরিবারের পক্ষ থেকে ফের বিশ্বজিৎবাবুর ইউএসজি করানো হয়৷ ইউএসজি রিপোর্টে দেখা যায়, হার্নিয়া হার্নিয়ার জায়গাতেই রয়েছে৷ তার বদলে বিশ্বজিৎবাবুর অ্যাপেনডিক্স অপারেশন করে দেওয়া হয়েছে৷
ওই রোগীর পরিবারের অভিযোগ, যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়া অপারেশনের টাকা পাওয়া যায় না, তাই টাকা হাতাতে জেনেশুনেই হার্নিয়ার বদলে ওই রোগীর অ্যাপেনডিক্স অপারেশন করিয়ে দিয়েছেন চিকিৎসক বিশ্বজিৎ দাস৷ এর ফলে চরম সমস্যায় পড়েছেন ওই রোগী৷ ভুল অপারেশন হওয়ায় এখন কার্যত গৃহবন্দি অবস্থা তাঁর৷ এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন কেটে দেন৷ বাধ্য হয়ে ওই রোগী এবং তাঁর পরিবার এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন৷ যাতে ভবিষ্যতে আর কোনও রোগী এই ধরনের প্রতারণার শিকার না হন৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panihati Surgery Scam: হয়েছিল হার্নিয়া, স্বাস্থ্যসাথীর টাকা হাতাতে কী অপারেশন করালেন চিকিৎসক? পানিহাটিতে কাঠগড়ায় নার্সিং হোম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement