Jitendra Tiwari: তালাবন্ধ দরজা, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্য়াটের বাইরে অপেক্ষায় পুলিস

Last Updated:

আসানসোলে কম্বল বিতরণ করতে গিয়ে তিন জনের পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনায় আগেই জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী ও আসানসোল পুরনিগমের কাউন্সিলর চৈতালি তিওয়ারি সহ দশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস।

জিতেন্দ্র তিওয়ারির আবাসনে পুলিস।
জিতেন্দ্র তিওয়ারির আবাসনে পুলিস।
#দীপক শর্মা, আসানসোল: বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর আসানসোলের ফ্ল্য়াটে পৌঁছল পুলিস। যদিও ফ্ল্য়াট তালাবন্ধ ছিল। ফলে আবাসনের বাইরেই অপেক্ষা করতে থাকেন পুলিস আধিকারিকরা।
আসানসোলে কম্বল বিতরণ করতে গিয়ে তিন জনের পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনায় আগেই জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী ও আসানসোল পুরনিগমের কাউন্সিলর চৈতালি তিওয়ারি সহ দশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। গতকালই জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে চৈতালি তিওয়ারিকে নোটিস পাঠিয়েছিল পুলিস। এই ঘটনায় ইতিমধ্য়েই ৬ জনকে গ্রেফতারও করা হয়েছে।
advertisement
advertisement
গত বুধবার আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্য়ু হয়েছিল। ওই অনুষ্ঠানের উদ্য়োক্তা ছিলেন চৈতালীদেবীই। এই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি এবং চৈতালি তিওয়ারির নামে পুলিসে অভিযোগ দায়ের হয়। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতিমধ্য়েই ৬ জনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিস।
জিতেন্দ্র এবং চৈতালি তিওয়ারির অবশ্য় পাল্টা অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে পুলিস। ওই ঘটনায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যদিও ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
advertisement
বিজেপি নেতাদের পাল্টা দাবি, অনুষ্ঠান আয়োজনের বেশ কয়েক দিন আগে কম্বল বিতরণের কথা চিঠি দিয়ে পুলিসকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও ঘটনার দিন পর্যাপ্ত পুলিসি নিরাপত্তার আয়োজন ছিল না।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jitendra Tiwari: তালাবন্ধ দরজা, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্য়াটের বাইরে অপেক্ষায় পুলিস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement