North 24 Parganas News: কী কাণ্ড! পরমহংস কুটিরে ঘরের মধ্যে চলত এমন কাজ, পুলিশ আসতেই পর্দা ফাঁস
- Published by:Tias Banerjee
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
পরমহংস কুটিরেই চলত এমন কাজ! ঘুণাক্ষরেও টের পাননি এলাকাবাসী। ওই বাড়িতে দীর্ঘদিন ধরে বাইরের লোকজনের যাতায়াত ছিল। তবে ঠিক কী চলছিল, সে সবের আঁচ পাননি কেউ। এলাকায় যে মধুচক্রের আসর বসত তা আন্দাজ করতে পারেননি স্থানীয়রাও।
উত্তর ২৪ পরগনা: পরমহংস কুটিরেই চলত এমন কাজ! ঘুণাক্ষরেও টের পাননি এলাকাবাসী। তবে মাঝেমধ্যেই বাড়িতে আসা যাওয়া করত অচেনা ছেলেমেয়েরা। শেষমেশ, এত দিন পর জানা গেল সত্যিটা। রহস্যের পর্দা ফাঁস।
গোপন সূত্রে খবর পেয়ে, ভাটপাড়া থানার পুলিশ ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরল মধুচক্রের আসর।
ঘটনায় ইতিমধ্যে ওই বাড়ির মালিক এক মহিলা সহ এক পুরুষ ও আরও এক মহিলাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে বাইরের লোকজনের যাতায়াত ছিল। তবে ঠিক কী চলছিল, সে সবের আঁচ পাননি কেউ। এলাকায় যে মধুচক্রের আসর বসত তা আন্দাজ করতে পারেননি স্থানীয়রাও।
advertisement
advertisement
তবে, প্রতিদিন নতুন নতুন ছেলেমেয়ে আসতে দেখে এলাকাবাসীর সন্দেহ তৈরি হয়। শুক্রবার গভীর রাতে এই মধুচক্র হাতেনাতে ধরে ফেলে পুলিশ। স্থানীয় কাউন্সিলর মিলি দত্ত জানান, পাশেই তাঁদের একটি পার্টি অফিস রয়েছে তবুও তাঁরা এই বিষয়টা জানতে পারেনি। আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা এই এলাকায় আর না ঘটে তারই দাবি জানানো হয়েছে স্থানীয়দের তরফে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2024 1:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কী কাণ্ড! পরমহংস কুটিরে ঘরের মধ্যে চলত এমন কাজ, পুলিশ আসতেই পর্দা ফাঁস