TMC: মোটরবাইকে কেস দেবেন না, পুলিশ অফিসারকে সংবর্ধনা দিয়ে অনুরোধ তৃণমূল বিধায়কের

Last Updated:

শরদিন্দু ঘোষ

বর্ধমানে তৃণমূলের মঞ্চে সেই পুলিশ আধিকারিক৷
বর্ধমানে তৃণমূলের মঞ্চে সেই পুলিশ আধিকারিক৷
#বর্ধমান: তৃণমূলের মঞ্চে পোশাক পরিহিত অবস্থায় দেখা গেল ওসিকে। সেখানে তৃণমূলের তরফ থেকে তাকে দেওয়া হল সংবর্ধনা। এই ছবি প্রকাশ্যে আসতেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই মঞ্চে তৃণমূল নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ওসিকে বাইক না ধরার অনুরোধ করেন বিধায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। ঘটনার একযোগে সমালোচনায় নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
বর্ধমান শহরের খাগড়াগড় মোড় এলাকার ঘটনা।বৃহস্পতিবার খাগড়াগড় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খাগড়াগড় মোড় এলাকায় একটি মশারি বিতরণ কর্মসূচি করা হয়।সেই মঞ্চেই উর্দি পরিহিত অবস্থায় দেখা যায় বর্ধমানের গোলাপবাগ সাব পোস্টের ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইনকে।মঞ্চেই তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়।সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।
advertisement
advertisement
বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি শ্যামল রায় জানান, 'এই অভিযোগই তো আমরা দীর্ঘদিন ধরে করছি।পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। আজ তা প্রমাণিত হল।পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। সামনে পঞ্চায়েত ভোট। কাজেই পুলিশ যে তার নিরপেক্ষ ভূমিকা পালন করবে না তা এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে। কেন, কী কারণে ওই পুলিশ অফিসার তৃণমূলের মঞ্চে উঠলেন সে ব্যাপারে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন।'
advertisement
ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,  'ঠিক কী ঘটেছে তা আমার জানা নেই। বিস্তারিত জেনে তবেই এ বিষয়ে মন্তব্য করতে পারব। সরকারি কোনও আধিকারিক বা পুলিশ অফিসার রাজনৈতিক মঞ্চ থেকে সংবর্ধনা নিতে পারেন না। ওটা রাজনৈতিক মঞ্চ ছিল কিনা তাও জানিনা। কোন উদ্দেশ্যে কেন বিধায়ক গাড়ি না ধরার কথা বলেছেন তা বিধায়কের কাছে জানতে চাওয়া হবে। ঠিক কী ঘটেছিল তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। যদি সত্যিই দলীয় মঞ্চ থেকে এই ঘটনা ঘটে থাকে তবে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।'
advertisement
বিতর্ক শুরু হতেই জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত পুুলিশ আধিকারিককে শো কজ করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: মোটরবাইকে কেস দেবেন না, পুলিশ অফিসারকে সংবর্ধনা দিয়ে অনুরোধ তৃণমূল বিধায়কের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement