Prevent Gang Beating: গণপিটুনি ঠেকাতে আসরে পুলিশ, চলছে মাইকিং

Last Updated:

Prevent Gang Beating: আইন হাতে তুলে নিয়ে মারধরের ঘটনায় আইনত কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানুষকে এই বিষয়ে সচেতন করার কাজেও শুরু হয়েছে

তারকেশ্বর এলাকায় পুলিশের মাইকিং
তারকেশ্বর এলাকায় পুলিশের মাইকিং
হুগলি: সোমবারই চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তারকেশ্বরের এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। তবে এটা কোন‌ও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কিছুদিন ধরেই গোটা রাজ্যজুড়ে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে একশ্রেণির নাগরিকের মধ্যে। স্রেফ গুজবের উপর ভিত্তি করে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে। এর মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।
আইন হাতে তুলে নিয়ে মারধরের ঘটনায় আইনত কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানুষকে এই বিষয়ে সচেতন করার কাজেও শুরু হয়েছে। পুরসভা, পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের মাধ্যমে গণপিটুনি ঠেকাতে প্রচার চলছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও সরাসরি মাইকিং করে প্রচার চালানো হচ্ছে হুগলি জেলার বিভিন্ন ব্লকে। তারকেশ্বর থানার রানাবাঁধ গ্রামে চোর সন্দেহে মারধরের ঘটনায় মৃত্যুর পর সেখানে বিশেষ নজর দেওয়া হয়েছে।
advertisement
advertisement
টোটো-তে মাইক লাগিয়ে পুলিশ সরাসরি জনসাধারণের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছে। এদিন গোটা তারকেশ্বর শহর জুড়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে গণপিটুনি প্রতিরোধের বিষয়ে প্রচার করা হয়। সেখানে জানানো হয়, আপনার এলাকায় কোন‌ও অপরিচিত ব্যক্তিকে দেখতে পেলে তৎক্ষণাৎ তারকেশ্বর থানার সঙ্গে যোগাযোগ করুন। তবে কেউ যাতে আইন হাতে তুলে না নেয় সেই বিষয়টিও বলা হয়েছে।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Prevent Gang Beating: গণপিটুনি ঠেকাতে আসরে পুলিশ, চলছে মাইকিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement