South 24 Parganas News: চোরেদের নিশানায় সরকারি সিগন্যাল পোস্ট থেকে কনভেক্স মিরর! বিপাকে ট্র্যাফিক গার্ড

Last Updated:

অন্ধকার নামতেই শুরু হচ্ছে চুরি। ইতিমধ্যে চুরি গিয়েছে একাধিক ট্র্যাফিক সাইন দেওয়া পোস্ট, সিগন্যাল পোস্ট, এমনকী সিসিটিভি ক্যামেরাও। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভাঙড় ট্র্যাফিক গার্ড।

প্রতিকি ছবি
প্রতিকি ছবি
সুমন সাহা, ভাঙড়: গত এক বছর আগে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কলকাতা পুলিশের আওতায় নতুন ভাঙড় ডিভিশন চালু হয় ২০২৪ সালের ৮ জানুয়ারি। আটটি থানা ও একটি ট্র্যাফিক গার্ড নিয়ে শুরু হয় পথচলা। উদ্দেশ্য ছিল এলাকায় আইনশৃঙ্খলা উন্নত করা।
এক বছরের মধ্যেই ট্র্যাফিক গার্ডের সজ্জিত পরিকাঠামোর উপরে এমন ধারাবাহিক চুরির ঘটনায় রীতিমতো অস্বস্তিতে প্রশাসন। আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি এখন পুলিশের নিজের জিনিসপত্র রক্ষা করাই নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, বৈরামপুর এলাকা থেকে সম্প্রতি দু’টি গুরুত্বপূর্ণ ট্র্যাফিক সাইন সহ লোহার পাইপ চুরি হয়ে গিয়েছে। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা রুখতে লাগান হয়েছিল সিগন্যাল পোস্ট, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর বোর্ড ও অন্যান্য যান চলাচল সংক্রান্ত চিহ্ন দেওয়া বোর্ড।
advertisement
advertisement
ভাঙড়, হাড়োয়া ও সোনারপুর রোডে মিলিয়ে একশোর বেশি সাইন দেওয়া পোস্ট লাগানো হয়েছিল। তারই একাংশ উধাও হয়ে যাচ্ছে রাতারাতি। অন্ধকার নামতেই শুরু হচ্ছে চুরি। ইতিমধ্যে চুরি গিয়েছে একাধিক ট্র্যাফিক সাইন দেওয়া পোস্ট, সিগন্যাল পোস্ট, এমনকি সিসিটিভি ক্যামেরাও। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভাঙড় ট্র্যাফিক গার্ড। চুরি হওয়া সরকারি জিনিস উদ্ধারে এখনও পর্যন্ত কোনও সাফল্য মেলেনি। ভাঙড় ট্র্যাফিক গার্ডের পক্ষ থেকে চন্দনেশ্বর থানায় দু\’টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হলেও চোরেদের হদিশ মেলেনি বলে পুলিশ সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: চোরেদের নিশানায় সরকারি সিগন্যাল পোস্ট থেকে কনভেক্স মিরর! বিপাকে ট্র্যাফিক গার্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement