Accident: বাবা আড়াই বছরের মেয়েকে সাইকেলে নিয়ে বাজারে গিয়েছিল, ফিরতি পথে লরির চাকায় পিষ্ট হয়ে সব শেষ!
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Accident: তিনি সপরিবারে হাতিশালাতে থাকতেন ঘর ভাড়া নিয়ে। এদিন সকালে তাঁর আড়াই বছরের মেয়েকে নিয়ে সাইকেলে চাপিয়ে গাবতলা বাজারে আসছিলেন। অভিযোগ, তখনই ঘটে দুর্ঘটনা।
ভাঙ্গর: ভয়াবহ দুর্ঘটনা ভাঙ্গরে। লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন সাইকেল আরোহী। মৃতের নাম সুকান্ত গুইন (৩৪), বাড়ি পূর্ব মেদিনীপুরের জগতপুরে।
সুকান্ত নিউটাউন এর টাটা মেডিক্যালে কর্মরত ছিলেন। সেই সূত্রে তিনি সপরিবারে হাতিশালাতে থাকতেন ঘর ভাড়া নিয়ে। এদিন সকালে তাঁর আড়াই বছরের মেয়েকে নিয়ে সাইকেলে চাপিয়ে গাবতলা বাজারে আসছিলেন।
আরও পড়ুন: ‘ন*গ্ন স্কুলছাত্রীদের দেহ এনে বলত…’, ১৬ বছর ধরে শয়ে-শয়ে ধ*র্ষণ, হ*ত্যা! সাফাইকর্মীর হাড়হিম দাবি শুনে শিউরে উঠছে পুলিশ-প্রশাসন-আমজনতা
সেই সময় একটি সিমেন্ট বোঝাই লরি তাঁর পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে উল্টো দিক থেকে আসা একটি বাইক ওই সাইকেলে ধাক্কা মারলে বাবা মেয়ে দু’জনেই ছিটকে পড়ে রাস্তার উপর। আড়াই বছরের মেয়েটি ফুটপাতের উপর পড়লেও সুকান্ত সাইকেল সমেত লরির চাকার তলায় পিষ্ট হয়ে যান। অনেক চেষ্টা করেও তাঁকে উদ্ধার করা যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, বলুন তো Ok-র ফুল ফর্ম কী? ৯৯.৯% জানে না! জানলে আপনি জিনিয়াস
শেষে ক্রেন নিয়ে এসে লরি উঁচু করে তাঁকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় গাবতলা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই জায়গায় রাস্তা যথেষ্ট খারাপ, তার উপর রাস্তার উপর প্রচুর মাটি পড়ে, যে কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পোলের হাট থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করলেও চালক পালিয়েছে।
advertisement
কল্যাণ মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2025 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: বাবা আড়াই বছরের মেয়েকে সাইকেলে নিয়ে বাজারে গিয়েছিল, ফিরতি পথে লরির চাকায় পিষ্ট হয়ে সব শেষ!