Howrah bridge: গাড়িতে নগদ ১৭ লক্ষ, হাওড়া ব্রিজের কাছে আটক ব্যবসায়ী! তুলে দেওয়া হল আয়কর দফতরের হাতে
- Reported by:Debashish Chakraborty
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
হাওড়া স্টেশন এবং হাওড়া ব্রিজ চত্বরে গোলাবাড়ি থানার পুলিশ গাড়ি থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল৷ ওই ব্যবসায়ীর গাড়িতে তল্লাশি চালাতে গিয়েই বিপুল পরিমাণ নগদ চোখে পড়ে পুলিশকর্মীদের৷
হাওড়া: গাড়িতে করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় হাওড়া স্টেশনের কাছে পুলিশের হাতে আটক হলেন ব্যবসায়ী৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ীর কাছে থেকে প্রায় ১৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে৷ ধৃতকে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে৷
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যবসায়ীর হাওড়ার মালিপাঁচঘড়া এলাকায় একটি প্লাস্টিকের পাইপের কারখানা রয়েছে৷ তিনি বেলুড়ের একটি অভিজাত আবাসনের বাসিন্দা৷ এ দিন দুপুরে প্রায় ১৭ লক্ষ টাকা নিয়ে গাড়ি চালিয়ে হাওড়া ব্রিজের দিকে যাচ্ছিলেন তিনি৷\
আরও পড়ুন: হৃদযন্ত্রে সমস্যা, এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল জেল বন্দি জ্যোতিপ্রিয়কে! কী করবে ইডি?
advertisement
advertisement
ওই সময় হাওড়া স্টেশন এবং হাওড়া ব্রিজ চত্বরে গোলাবাড়ি থানার পুলিশ গাড়ি থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল৷ ওই ব্যবসায়ীর গাড়িতে তল্লাশি চালাতে গিয়েই বিপুল পরিমাণ নগদ চোখে পড়ে পুলিশকর্মীদের৷ সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ী দাবি করেন, ডালহৌসি চত্বরে একটি ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি৷ কিন্তু নিজের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় কোনও নথি দেখাতে পারেননি তিনি৷ এর পরেই ওই ব্যবসায়ীকে আটক করে আয়কর দফতরে খবর দেয় পুলিশ৷ পরবর্তী সময়ে ওই ব্যবসায়ীকে আয়কর দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, আয়কর ভবনেই ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 21, 2023 11:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah bridge: গাড়িতে নগদ ১৭ লক্ষ, হাওড়া ব্রিজের কাছে আটক ব্যবসায়ী! তুলে দেওয়া হল আয়কর দফতরের হাতে








