North 24 Parganas News: পুলিশ ভ্যানেই প্রচার এলাকায়, সাইবার প্রতারণা রুখতে বিশেষ পদক্ষেপ
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
ব্যারাকপুর কমিশনারেট এলাকার সব থানাতেই মিলবে এই বিশেষ সুবিধা। এবার সাইবার প্রতারিতদের সাহায্যে খোলা হল "সাইবার বন্ধু"।
উত্তর ২৪ পরগনা: প্রতিমুহূর্তে রাজ্যের নানা প্রান্তে বেড়ে চলেছে সাইবার প্রতারণা। উত্তর ২৪ পরগনা জেলারও নানা প্রান্তে প্রতিদিন সাইবার ক্রাইমের অপরাধ দায়ের হচ্ছে স্থানীয় থানা গুলিতে। সে ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইম থানকে বাড়তি চাপ সামলাতে হচ্ছিল এতদিন যাবত। তবে এবার, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ঘোলার পর নিউ ব্যারাকপুর থানায় চালু করল সাইবার ক্রাইম অপরাধের বিশেষ ডেস্ক।
ব্যারাকপুর কমিশনারেট এলাকার সব থানাতেই মিলবে এই বিশেষ সুবিধা। এবার সাইবার প্রতারিতদের সাহায্যে খোলা হল “সাইবার বন্ধু”।ডিজিটাল যুগে কেউ প্রতারিত হচ্ছেন ব্যঙ্কে কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইন সামাজিক মাধ্যমে। এধরনের অপরাধমূলক কাজের দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। অনলাইনে প্রতারিত হলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে সাইবার বন্ধু। এদিন নিউ বারাকপুর থানায় চালু হল সাইবার বন্ধু প্রকল্প।
advertisement
advertisement
ফিতে কেটে সাইবার বন্ধু প্রকল্পের শুভ উদ্বোধন করেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, নিউ বারাকপুর থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ থানার এসআই সমীরণ দাস, অর্নব মিস্ত্রি সহ বিভিন্ন আধিকারিকরা। পাশাপাশি থানায় সর্বসাধারনের জন্য বিশুদ্ধ পানীয় জলের মেশিন ও চালু করা হয়। বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া আটটি মোবাইল ফোন ও দুই ব্যক্তির টাকা তুলে দেওয়া হয় এদিন। টাকা ও মোবাইল ফেরত পেয়ে রীতিমতো পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান উপকৃত ব্যক্তিরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ইতিমধ্যেই এই সাইবার বন্ধু বিষয়ে এলাকার মানুষকে জানাতে মাইকিং প্রচারও শুরু করেছে প্রশাসন।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2024 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পুলিশ ভ্যানেই প্রচার এলাকায়, সাইবার প্রতারণা রুখতে বিশেষ পদক্ষেপ