North 24 Parganas News: বেঘোরে প্রাণ গেল একজনের ,আহত আরও দুই! মহিলাদের দাবি অবিলম্বে বন্ধ হোক এই কারখানা!
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
হালিশহর জেটিয়া থানার দাঁড়িওয়ালা আদিবাসী পাড়ায় চোলাই মদের কারখানার চেম্বারের মধ্যে পড়ে মৃত্যু হল একজনের, গুরুতর আহত আরও দুইজন।
উত্তর ২৪ পরগনা: বেআইনি চোলাই মদের কারখানার চেম্বারের মধ্যে পড়ে মৃত্যু হল একজনের, গুরুতর আহত আরও দুইজন। হালিশহর জেটিয়া থানার পলাশী মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের দাঁড়িওয়ালা আদিবাসী পাড়ায় ঘটে এই দুর্ঘটনা। মৃতের নাম মুকুট সোরেন, বয়স ৩৫। তাঁর বাড়ি শিবদাসপুর থানার আঁটিসাড়া গ্রামে বলে জানা গিয়েছে।
স্থানীয়দের দাবি, আট ফুট গভীর চেম্বারের ভেতর মদ তৈরির উপকরণ রাখা থাকে। ওই চেম্বারের মধ্যে মই লাগিয়ে উপকরণ বের করছিলেন মুকুট সোরেন। চেম্বারের মধ্যে সৃষ্টি হওয়া বিষাক্ত গ্যাসের কবলে পরেই মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরও দুজন। তাদের কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও বিষয়টি নিয়ে ওই কারখানার তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।
advertisement
advertisement
তবে স্থানীয় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই এভাবে বেআইনী চোলাই মদ তৈরি হচ্ছিল এই এলাকায় প্রতিবাদ জানিয়েও মেলেনি কোন সুরাহা। বিষয়টি জানে প্রশাসন। তবে একশ্রেণীর মদতেই দিনের পর দিন চলছিল রমরমা ব্যবসা। এদিনের এই ঘটনার পরেই ক্ষুব্ধ বাসিন্দারা চোলাই মদের কারখানা উচ্ছেদের দাবিতে সরব হয়েছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুস্থ পরিবেশ রক্ষায় রীতিমতো প্রতিবাদ জানান এলাকার মহিলারাও। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2024 2:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বেঘোরে প্রাণ গেল একজনের ,আহত আরও দুই! মহিলাদের দাবি অবিলম্বে বন্ধ হোক এই কারখানা!