#বারাসত: খবরের কাগজে "বন্ধুত্ব করুন"-র বিজ্ঞাপন ৷ আর তার আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ ৷ বারাসতে গ্রেফতার এক সাইবার কাফের মালিক ৷ আপাতত সিল করা হয়েছে কাফেটি ৷ মধুচক্র চালানোর পাশাপাশি বারাসত ও নিউটাউন থানায় কয়েক কোটি টাকা প্রতারণার মামলা রয়েছে ধৃত প্রভাস হালদারের বিরুদ্ধে ৷
কল্যাণী থানায় অভিযোগ দায়ের হয়েছিল প্রভাস হালদারের বিরুদ্ধে ৷ সেই তদন্তে নেমেই এই কীর্তির পর্দাফাঁস পুলিশের ৷ কয়েক সপ্তাহ আগে মধ্যমগ্রামের একটি বাড়িতে ভুয়ো অফিসের সন্ধান পায় পুলিশ ৷ সেখান থেকেই অপারেশন চালাত প্রভাস হালদার ৷ "পত্র মিতালি" নাম দিয়ে বিজ্ঞাপন ছাপা হয় খবরের কাগজে ৷ "বন্ধুত্ব করুন" সংস্থার আড়ালে রমরমিয়ে চলত মধুচক্র ৷ এরপর বিভিন্ন অন্তরঙ্গ ভিডিও জোগাড় করে ক্রেতাদের ক্রমাগত ব্ল্যাকমেলিং করা হত ৷ তাদের কাছ থেকে মোটা টাকার চেক নিয়ে রাখা হত বিভিন্ন বেনামি অ্যাকাউন্টে ৷ সেই টাকাতেই মাইনে দেওয়া হত অফিসের কর্মচারীদের ৷ বেনামি অ্যাকাউন্টগুলি বেশিরভাগই বিভিন্ন দুঃস্থ পড়ুয়াদের নামে ৷ পরে সেখান থেকে চেক ভাঙিয়ে ক্যাশ তোলা হত ৷
কল্যাণী থানায় প্রতারিত এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন ৷ তদন্তে নামে সিআইডি ৷ সন্ধান পায় মধ্যমগ্রামের ভুয়ো অফিসের ৷ জানা গিয়েছে, বাড়ির মালিককে মোটা ভাড়ার লোভ দেখিয়ে ভাড়া নেয় প্রধান অভিযুক্ত ঘনশ্যাম হালদার ৷ তল্লাশিতে নেমে সেই বাড়ি থেকে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় নাম উঠে আসে ঘনশ্যামের ৷ ফোনের মাধ্যমে আলাপ ও পরে কাজ না হলে হুমকি ৷ এভাবেই অপারেশন চালাত অভিযুক্ত ৷
বারাসত থানার পুলিশকে সঙ্গে নিয়ে সোমবার রাতে তল্লাশি চালায় সিআইডি ৷ বারাসতের অশ্বিনীপল্লি থেকে অভিযুক্তের দাদা প্রভাস হালদারকে গ্রেফতার করে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় ৷ ধৃতদের পরিবারের সাফাই, ছেলে কী করে, তাঁদের জানা নেই ৷
ঘনশ্যাম হালদারের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকার প্রতরণার অভিযোগ রয়েছে ৷ শুধু বারাসত নয়, নিউটাউন থানাতেও প্রতারণার অভিযোগ রয়েছে বারাসতের এই কীর্তিমানের বিরুদ্ধে ৷
RAJARSHI ROY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।