হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পত্র মিতালী সংস্থার আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র

পত্র মিতালী সংস্থার আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র, বারাসতে গ্রেফতার সাইবার কাফের মালিক

এন জিও সংস্থার নাম করে বাড়ি ভাড়া নিয়ে পত্রমিতালীর সংস্থা খোলা হয় মধ্যমগ্রামে।আর সেই সংস্থার আড়ালে মধুচক্র চালানো।খদ্দেরদের ব্লাক?

  • Share this:

#বারাসত: খবরের কাগজে "বন্ধুত্ব করুন"-র বিজ্ঞাপন ৷ আর তার আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ ৷ বারাসতে গ্রেফতার এক সাইবার কাফের মালিক ৷ আপাতত সিল করা হয়েছে কাফেটি ৷ মধুচক্র চালানোর পাশাপাশি বারাসত ও নিউটাউন থানায় কয়েক কোটি টাকা প্রতারণার মামলা রয়েছে ধৃত প্রভাস হালদারের বিরুদ্ধে ৷

কল্যাণী থানায় অভিযোগ দায়ের হয়েছিল প্রভাস হালদারের বিরুদ্ধে ৷ সেই তদন্তে নেমেই এই কীর্তির পর্দাফাঁস পুলিশের ৷ কয়েক সপ্তাহ আগে মধ্যমগ্রামের একটি বাড়িতে ভুয়ো অফিসের সন্ধান পায় পুলিশ ৷ সেখান থেকেই অপারেশন চালাত প্রভাস হালদার ৷ "পত্র মিতালি" নাম দিয়ে বিজ্ঞাপন ছাপা হয় খবরের কাগজে ৷ "বন্ধুত্ব করুন" সংস্থার আড়ালে  রমরমিয়ে চলত মধুচক্র ৷ এরপর বিভিন্ন অন্তরঙ্গ ভিডিও জোগাড় করে ক্রেতাদের ক্রমাগত ব্ল্যাকমেলিং করা হত ৷ তাদের কাছ থেকে মোটা টাকার চেক নিয়ে রাখা হত বিভিন্ন বেনামি অ্যাকাউন্টে ৷ সেই টাকাতেই মাইনে দেওয়া হত অফিসের কর্মচারীদের ৷ বেনামি অ্যাকাউন্টগুলি বেশিরভাগই বিভিন্ন দুঃস্থ পড়ুয়াদের নামে ৷ পরে সেখান থেকে চেক ভাঙিয়ে ক্যাশ তোলা হত ৷

কল্যাণী থানায় প্রতারিত এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন ৷ তদন্তে নামে সিআইডি ৷ সন্ধান পায় মধ্যমগ্রামের ভুয়ো অফিসের ৷ জানা গিয়েছে, বাড়ির মালিককে মোটা ভাড়ার লোভ দেখিয়ে ভাড়া নেয় প্রধান অভিযুক্ত ঘনশ্যাম হালদার ৷ তল্লাশিতে নেমে সেই বাড়ি থেকে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় নাম উঠে আসে ঘনশ্যামের ৷ ফোনের মাধ্যমে আলাপ ও পরে কাজ না হলে হুমকি ৷ এভাবেই অপারেশন চালাত অভিযুক্ত ৷

বারাসত থানার পুলিশকে সঙ্গে নিয়ে সোমবার রাতে তল্লাশি চালায় সিআইডি ৷ বারাসতের অশ্বিনীপল্লি থেকে অভিযুক্তের দাদা প্রভাস হালদারকে গ্রেফতার করে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় ৷ ধৃতদের পরিবারের সাফাই, ছেলে কী করে, তাঁদের জানা নেই ৷

ঘনশ্যাম হালদারের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকার প্রতরণার অভিযোগ রয়েছে ৷ শুধু বারাসত নয়, নিউটাউন থানাতেও প্রতারণার অভিযোগ রয়েছে বারাসতের এই কীর্তিমানের বিরুদ্ধে ৷

RAJARSHI ROY

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Barasat, Police Busted Sex Racket, Sex Racket