Murshidabad Update: গুজবেই আগুন জ্বলল মুর্শিদাবাদে? ১০৯৩ ভুয়ো অ্যাকাউন্ট ব্লক করল পুলিশ

Last Updated:

গত কয়েকদিন ধরে অশান্তি চলার পর শেষ পর্যন্ত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের সমশেরগঞ্জ৷

News18
News18
সমশেরগঞ্জ: মুর্শিদাবাদের অশান্তির ঘটনার জন্য গুজব ছড়ানোকেই দায়ী করা হয়েছিল রাজ্য পুলিশের পক্ষ থেকে৷ গত কয়েকদিন ধরে চলতে থাকা সেই অশান্তির বিরুদ্ধে পদক্ষেপ করতে গিয়ে ১০৯৩টি ফেক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে৷ এ দিন মুর্শিদাবাদে গিয়ে এমনই দাবি করেছেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার৷
শুধু তাই নয়, গত ১২ এপ্রিল জাফরাবাদে খুন হয়েছিলেন বাবা এবং ছেলে৷ বাড়িতে লুঠপাটে বাধা দিতে গিয়ে দৃষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তাঁরা৷ এই ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য পুলিশ৷ শেষ পর্যন্ত বীরভূমের মুরারই এবং মু্র্শিদাবাদের সুতি থেকে দু জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের নাম কালু নবাব এবং দিলদার নবাব৷ ধৃত দু জন সম্পর্কে দুই ভাই হন বলে পুলিশ সূত্রে খবর৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, সমশেরগঞ্জে বাবা এবং ছেলেকে হত্যার ঘটনায় সিসিটিভি দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছিল৷ তাদের মধ্যে থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিদের খোঁজেও চলছে তল্লাশি৷
গত কয়েকদিন ধরে অশান্তি চলার পর শেষ পর্যন্ত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের সমশেরগঞ্জ৷ ভয় কাটিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন সাধারণ মানুষ৷ তবে এখনও এলাকায় টহল দিচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Update: গুজবেই আগুন জ্বলল মুর্শিদাবাদে? ১০৯৩ ভুয়ো অ্যাকাউন্ট ব্লক করল পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement