মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, পাকড়াও করতে আসায় এসআইয়ের মাথা ফাটিয়ে দিল অভিযুক্তের বাবা
- Published by:Shubhagata Dey
Last Updated:
পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাসের পর আটক করতে গেলে পুলিশের সঙ্গে অশান্তি শুরু হয়। অভিযুক্ত অমিত রায় ও তার বাবা অমর রায় দু'জনে মিলে পুলিশের ওপর চড়াও হয় । পিছন থেকে লোহার রড এনে এসআইয়ের মাথায় আঘাত করেন অমিতের বাবা।
#হাবরাঃ রাজ্যে ফের আক্রান্ত পুলিশ । অভিযুক্তকে ধরতে গিয়ে মাথা ফাটল হাবরা থানার এসআইয়ের। হাতে চোট পেয়েছেন এক কনস্টেবল । ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে কেন্দ্র করে । জানা গিয়েছে, স্যোশাল মিডিয়ায় মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন হাবরার বাসিন্দা অমিত রায়। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয় । এরপর এদিন রাতে হাবরা থানার কৈ-পুকুর এলাকায় অমিত রায়ের বাড়িতে বাড়িতে হানা দেয় পুলিশ । সেখানেই অমিত এবং তাঁর বাবার বিরুদ্ধে থানার এসআইকে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করায় হাবরা কৈ-পুকুরের এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সিতাংশু দাস । তদন্তে নেমে পুলিশ অমিত রায়ের সন্ধান পায় । জানতে পারে অভিযুক্ত কৈ-পুকুর এলাকার বাসিন্দা । এরপর শুক্রবার রাতে হাবরা থানার এসআই রাখোহরি ঘোষ-সহ কয়েকজন কনস্টেবল তাঁর বাড়িয়ে হানা দেয় । সেইসময়ে বাড়িতেই ছিলেন অভিযুক্ত । অভিযোগ, পুলিশ বাড়িতে ঢুকতেই পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। এরপর অমিতকে জিজ্ঞাসাবাসের পর আটক করতে গেলে অমিত ও তাঁর বাবা অমর রায় দু'জনে মিলে পুলিশের ওপর চড়াও হয় । পিছন থেকে লোহার রড এনে এসআই রাখোহরি ঘোষের মাথায় আঘাত করেন অমিতের বাবা । আর তাতেই মাথা ফেটে যায় তাঁর । এদিকে হাতে চোট পান কনস্টেবল অভিজিৎ ঘোষ । এরপর অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয় । আহত দুই পুলিশকর্মীকে হাবরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ।
advertisement
এদিকে, রাতেই হাবরা থানার বিশাল পুলিশবাহিনী যায় অভিযুক্তের বাড়িতে । গ্রেফতার করে হয় অভিযুক্ত অমিত রায় ও অমর রায়কে । জেলার পুলিশ সপুার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "এ দিন দু'টি পৃথক মামলা দায়ের হয়েছে । পুলিশ বরাবর স্যোশ্যাল মিডিয়ার উপর নজরদারি চালাচ্ছে । অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই করে পুলিশ গিয়েছিল অভিযুক্তকে ধরতে । পুলিশকে আক্রমণ ও স্যোশাল মিডিয়াতে কুরুচিকর পোস্টের জন্য আইটি অ্যাক্ট-সহ একাধিক জামিন অযোগ্য ধারার মামলা রুজু হয়েছে । ধৃতদের শনিবার বারাসত আদালতে পাঠানো হয়েছে ।
advertisement
advertisement
RAJARSHI ROY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2020 1:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, পাকড়াও করতে আসায় এসআইয়ের মাথা ফাটিয়ে দিল অভিযুক্তের বাবা