বিষ মদে মৃত্যুতে গ্রেফতার আরও ১, দুবরাজপুরে বাজেয়াপ্ত ৮০ লিটার চোলাই
Last Updated:
#শান্তিপুর-দুবরাজপুর: দুবরাজপুরের ৫ জায়গায় হানা দিয়ে ৮০ লিটার চোলাই ও দেশি মদ বাজেয়াপ্ত করল পুলিস৷ শান্তিপুরে বিষ মদে মৃত্যুর জের বেআইনি মদের কারবার রুখতেই একাধিক জেলায় পুলিসি অভিযান চালানো হয়৷ শান্তিপুরে বিষমদে মৃত্যুতে গণেশ হালদারকে গ্রেফতার করেছে পুলিস৷
চোলাই মদের কারবারের সঙ্গে যুক্ত গণেশকে খুঁজছিল পুলিস ও সিআইডি৷ এখনও পর্যন্ত বিষ মদে মৃত্যুতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে৷
আরও পড়ুন: বিষ্ণুপুরে চোলাই বিক্রির প্রতিবাদ করে আক্রান্ত গ্রামের মহিলারা, বাড়িতে চড়াও চোলাই কারবারিরা
advertisement
প্রসঙ্গত, শান্তিপুরের চৌধুরীপাড়ায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৭ জনের৷ জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই এলাকায় বিষমদের রমরমা কারবার শুরু হয়েছিল৷ শান্তিপুরের ঠেকে চোলাই আসত কালনা থেকে৷ তারপর বেশি নেশার জন্য তাতে স্পিরিট, ট্যাবলেট, শিকড় মেশাতো অসাধু ব্যবসায়ীরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2018 10:25 AM IST