North 24 Parganas News: মুখ্যমন্ত্রীর ক্ষোভে তৎপরতা! সল্টলেকে ফুটপাথ দখলদারী বন্ধের হুঁশিয়ারি পুলিশের

Last Updated:

তথ্যপ্রযুক্তি নগরী সেক্টর ফাইভ এ দেখা গেল পুলিশ রাস্তায় নেমে ফুটপাত দখল করে ব্যবসা চালানো দোকানদারদের রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে, দখল করা ফুটপাতের এলাকা ফাঁকা করতে।

+
নজরদারি

নজরদারি প্রশাসনের

উত্তর ২৪ পরগনা: বিধাননগরের পুর পরিষেবা নিয়ে নবান্নের বৈঠকে রীতিমত ক্ষোভ উগরে দিতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর মার্কশিটে বিধাননগর পুর নিগম সহ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা বিধায়ক সুজিত বসুকেও কড়া ভাষায় সতর্ক করে দিতে দেখা যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সুজিত বসু লোক বসিয়ে দিচ্ছে, সল্টলেকের কাউন্সিলররা কোনও কাজ করছেন না। যেখানে সেখানে দোকান বসে যাচ্ছে অনুমতি ছাড়াই। বিভিন্ন সময় তথ্যপ্রযুক্তি নগরীর রাস্তা দিয়ে চলার সময় এমনই ছবি দেখেন বলেও এদিনের সভায় জানান মুখ্যমন্ত্রী। বৈঠকে তার এই রণং দেহি মূর্তি দেখার পরই, তৎপর হল জেলা প্রশাসন। তথ্যপ্রযুক্তি নগরী সেক্টর ফাইভ এ দেখা গেল পুলিশ রাস্তায় নেমে ফুটপাত দখল করে ব্যবসা চালানো দোকানদারদের রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে, দখল করা ফুটপাতের এলাকা ফাঁকা করতে। হঠাৎই পুলিশের এমন তৎপরতায় রীতিমত অবাক দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকা এই সকল ব্যবসায়ীরাও।
সেক্টর ফাইভ এর বিভিন্ন এলাকায় এদিন সরজমিনে ইলেকট্রনিক্স থানার পুলিশ আধিকারিকেরা ঘুরে দেখেন। সেখানেই পুলিশের সামনে ফুটপাত দখল করে চালানো ব্যবসার ছবিও উঠে আসে। কোথাও পুরো রাস্তার পাশে থাকা ফুটপাত দখল করে দোকান, কোথাও দেখা গেল ফুটপাতেই ফেলে রাখা হয়েছে নোংরা। এমনকি রাস্তায় গ্যাস সিলিন্ডারে রেখে চলছে রান্না থেকে চেয়ার টেবিল পেতে খাওয়া-দাওয়া। এদিন তথ্যপ্রযুক্তি নগরীর এই সকল দোকানদারদের করা হুঁশিয়ারি দেওয়া হয় বিধান নগর পুলিশ কমিশনারেটের পুলিশের তরফে। ওই সকল ব্যবসায়ীদের জানানো হয়, কোনভাবে কোন দোকানদার রাস্তার উপর জিনিসপত্র রেখে ব্যবসা করতে পারবে না। যে সমস্ত হকারদের ওখানে দোকান করার পারমিশন রয়েছে, সেই পারমিশন কপি দোকানের গায়ে ঝুলিয়ে রাখতে হবে। যাতে নতুন করে আর কেউ এসে এই সব জায়গায় ব্যবসা করতে না পারে।
advertisement
advertisement
পুলিশের তরফ থেকে এবার এই বিষয়টিকে মাথায় রেখে মাঝেমধ্যেই নজরদারি চালানো হবে বলেও জানা গিয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি নগরে প্রতিদিনই নানা প্রান্ত থেকে বহু মানুষ প্রয়োজনে আসেন। তাদের নানা সময়ে খাবার প্রয়োজনে এই সকল দোকানের উপরই নির্ভর করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের হঠাৎ এমন তৎপরতায় কিছুটা হলেও সমস্যায় পড়েলেন ব্যবসায়ীরা। তবে তথ্য প্রযুক্তি কর্মীরা বলছেন, সকলের সুবিধার কথা মাথায় রেখেই, সঠিক নিয়ম মেনে চলুক দোকান।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মুখ্যমন্ত্রীর ক্ষোভে তৎপরতা! সল্টলেকে ফুটপাথ দখলদারী বন্ধের হুঁশিয়ারি পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement