Snake Bite: বিষধর সাপের ছোবল, ওঝার ঝাড়ফুঁক! চিকিৎসার বিলম্বে অকালে প্রাণ গেল শিশুর

Last Updated:

বাড়িতে নিজেরাই ঝাড়ফুঁক করেন তারপর সেখান থেকে অবস্থার অবনতি হতেই হাড়োয়া গ্রামীনের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা ওই শিশু পুত্রকে মৃত বলে ঘোষণা করেন। 

Representative Image/ Photo Courtesy: Meta AI
Representative Image/ Photo Courtesy: Meta AI
উত্তর ২৪ পরগণা: বিষধর সাপের ছোবল, ওঝার ঝাড়ফুঁক! চিকিৎসার বিলম্বে অকালে চলে গেল শিশুর প্রাণ। বিজ্ঞানের উন্নতির সুদূরপ্রসারী সহ চরম শিখরে পৌঁছে গেলেও আজও কুসংস্কার আচ্ছন্ন মনোভাব থেকে বেরিয়ে আসতে পারেনি গ্রাম বাংলার কিছু পরিবার। আর এর জন্যই একবিংশ শতাব্দীতে এসেও সাপের কামড়ে ওঝাগুনিনের ভরসা, কুসংস্কার আচ্ছন্নর প্রভাবে অকালে ঝরে গেল ছোট্ট শিশুর প্রাণ।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠী তলা গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ির পাশে একটি বাগানে খেলা করতে গিয়েছিল(৯) বছরের মনীষ মণ্ডল নামে এক শিশু৷ তারপর সেখানেই একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেশ কিছুক্ষণ বাড়িতে নিজেরাই ঝাড়ফুঁক করেন তারপর সেখান থেকে অবস্থার অবনতি হতেই হাড়োয়া গ্রামীনের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা ওই শিশু পুত্রকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
নিজেদের ভুলের কারণে অকালে নিভে গেল তরতাজা একটি শিশুর প্রাণ। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পরিবারকে আশ্বাস দিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
advertisement
প্রশ্ন উঠছে এত সচেতন এত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা তারপরও কেন এমন ঘটনা ঘটল? এই যুগে দাঁড়িয়ে কীভাবে পরিবারের লোকজন ওঝার ঝাড়ফুঁক নিয়ে একটি শিশুর জীবন শেষ করে দিল। প্রশাসন কীএই ব্যাপারে পদক্ষেপ নেবে? সে উত্তর কিন্তু অধরা।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake Bite: বিষধর সাপের ছোবল, ওঝার ঝাড়ফুঁক! চিকিৎসার বিলম্বে অকালে প্রাণ গেল শিশুর
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement