কেউ বলছেন বাড়ি শ্বশুরের, কারোর দাবি স্বামীর ভাইয়ের বাড়ি, আবাস যোজনার চাঞ্চল্যকর ছবি
- Published by:Suvam Mukherjee
- Written by:Kamalika Sengupta
Last Updated:
পূর্ব মেদিনীপুরের তিনটি বাড়িতে গিয়েছিল নিউজ ১৮। সেখান থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
#পূর্ব মেদিনীপুর: আবাস যোজনা ঘিরে বিতর্কের শেষ নেই। বিজেপির অভিযোগ, আবাস যোজনায় নাম উঠেছে সুবিধাভোগীদের। এর পিছনে রয়েছে তৃণমূল। অন্যদিকে, বিষয়টি প্রথম থেকেই অস্বীকার করে এসেছে তৃণমূল। এদিন পূর্ব মেদিনীপুরের তিনটি বাড়িতে গিয়েছিল নিউজ ১৮। সেখান থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
নাম- শুভ্র শান্তা
ঠিকানা- হলদিয়ার চাউলখোলা
advertisement
কী দেখা গেল- নিউজ ১৮ এই বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুভ্র তিনি বেরিয়ে এলেন। কিছু জিজ্ঞেস করার আগেই তিনি বললেন, “এই বাড়িটা আমার শ্বশুরের বাড়ি। আমাদের একটা ছোট ঘর আছে (সেটা পাকা ঘর)। সবাই PMAY-তে তাঁদের নাম পাচ্ছিলেন, তাই আমরা তৃণমূল কংগ্রেসের কাছেও গিয়েছিলাম। পনেরো দিন আগে কিছু লোক বাড়ির ছবি ক্লিক করেছিল। আমরা জানি না আমাদের নাম বাদ পড়েছে কি না।”
advertisement
নাম- রতন চন্দ্র দাস
ঠিকানা- হলদিয়া বাঁশখানা জলপাই

কী দেখা গেল- নিউজ ১৮ ওই বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামবাসীরা এসেছিলেন। ভিড়ের মহিলারা জানান “তালিকায় ওদের নাম রয়েছে। ওদের একটি মিষ্টির দোকান ও বাড়ি রয়েছে। এটাই রাজনীতি। গরিব আরও গরিব এবং ধনী আরও ধনী হচ্ছে।”
advertisement
ওই বাড়িতে থাকা গীতা দাস নামে এক মহিলা জানান, “এই বাড়িটা আমার স্বামীর ভাইয়ের। আমরা আবাস যোজনা প্রকল্প সম্পর্কে কিছুই জানি না।” খবর পাওয়ার পরে রতন দাস বাড়ি চলে আসেন। তিনি জানান, “আমাদের একটা মিষ্টির দোকান আছে, কিন্তু এখন অবস্থা খারাপ। এটা আমার ভাইয়ের বাড়ি। আমার জমি আছে এবং আমার একটি বাড়ি দরকার। আমি বিষয়টি প্রধানকে বলেছি।”
advertisement
নাম- নিতাই পাইক
ঠিকানা- পূর্ব মেদিনীপুর রাজনগর গ্রাম
কী দেখা গেল- নিতাইবাবুর শারীরিক সমস্যা রয়েছে। তাঁর পুত্রবধূ প্রতিমা পাইক নিউজ ১৮-কে জানান, “আমার শ্বশুরের সঙ্গে আমাদের সমস্যা ছিল। এই বাড়িটা তাঁর। তাই আমরা আমাদের প্রধানের কাছে গেছিলাম। এতে ক্ষতি কী?"

advertisement
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিষয়টি নিয়ে জানিয়েছেন, “এখানে অধিকার রাজ চলছিল। এখন আমাদের সরকার রেকর্ড পরিষ্কার করার চেষ্টা করছে। শুভেন্দু কী বলেন বা বিজেপি কী বলে, তাতে কিছু যায় আসে না। সরকার ভুয়ো নাম মুছে ফেলছে।”
আরও পড়ুন, দক্ষিণ আফ্রিকায় গ্য়াস ট্য়াঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত বহু! দগ্ধ হয়ে রাস্তায় ছুটছেন মানুষ
advertisement
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “PMAY-এর জন্য ১৭টি প্যারামিটার রয়েছে। বড় বাড়ি-সহ অন্যান্য জিনিস থাকার পরেও, কেউ যদি আবাস যোজনার টাকা পান, এমন নাম থাকলে আমাদের কাছে তালিকা পাঠান। আমরা নিশ্চিত করব যে তাঁরা যেন টাকা ফেরত দিয়ে দেয়।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2022 5:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেউ বলছেন বাড়ি শ্বশুরের, কারোর দাবি স্বামীর ভাইয়ের বাড়ি, আবাস যোজনার চাঞ্চল্যকর ছবি