PM Narendra Modi: দুর্গাপুরে এনআইটি'র অডিটোরিয়াম উদ্বোধন করবেন মোদি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
সেই সঙ্গে এনআইটি'র দুর্গাপুর ক্যাম্পাসে তৈরি হয়েছে একটি কেন্দ্রীয় গবেষণাগার। এই রিসার্চ সেন্টারে একাধিক বিষয় নিয়ে গবেষণা করা হবে
পশ্চিম বর্ধমান: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুর বর্তমানে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দেশ-বিদেশ মিলিয়ে প্রায় পাঁচ হাজার পড়ুয়া আছে। টেকনোলজি সংক্রান্ত উচ্চ স্তরের পড়াশোনা হয়। সেই এনআইটি ক্যাম্পাসে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা অডিটোরিয়াম। দেড় হাজার আসন বিশিষ্ট এই অডিটোরিয়ামে রয়েছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি। এবার তারই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুধু অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ নয়, এনআইটি’র দুর্গাপুর ক্যাম্পাসে তৈরি হয়েছে একটি কেন্দ্রীয় গবেষণাগার। এই রিসার্চ সেন্টারে একাধিক বিষয় নিয়ে গবেষণা করা হবে। ১০ তলা বিশিষ্ট এই গবেষণাগারটি তৈরি হয়েছে ১১ হাজার বর্গমিটারের বেশি জায়গা নিয়ে। এখানে আনা হয়েছে একাধিক অত্যাধুনিক যন্ত্রপাতি। এই গবেষণাগারে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার, অ্যাডভান্স রিচার্জ অন এনার্জি সংক্রান্ত বিষয়গুলিতে গবেষণা করা হবে।
advertisement
advertisement
এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর অরবিন্দ চৌবে জানিয়েছেন, বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থায় অন্যতম অগ্রণী ভূমিকা পালন করে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। স্বাভাবিকভাবেই এনআইটি ক্যাম্পাসে তৈরি হওয়া অডিটোরিয়াম এবং সেন্ট্রাল রিসার্চ সেন্টার তৈরি হওয়ার ফলে পড়ুয়া ও গবেষণাররত পড়ুয়ারা উপকৃত হবে। একইভাবে এই রিসার্চ সেন্টারটি দেশের অগ্রগতির ক্ষেত্রেও কাজ করবে। অন্যদিকে এনআইটি ক্যাম্পাসে তৈরি হওয়া এই অডিটোরিয়াম অত্যাধুনিক বিভিন্ন ব্যবস্থা সম্বলিত তৈরি হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রসঙ্গত, আগামী মঙ্গলবার রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কর্মসূচির তালিকাও বেশ লম্বা। বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সেই তালিকায় আছে এনআইটি দুর্গাপুরে তৈরি হওয়া অডিটোরিয়াম এবং কেন্দ্রীয় গবেষণাগারটি। যে দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 2:23 PM IST