Mango Cultivation Tips: গরমে বাড়ির গাছ মিষ্টি পাকা আমে ভর্তি দেখতে চাইলে এইগুলো মেনে চলুন

Last Updated:

আমের মুকুল ঝরে পড়ার একটি অন্যতম কারণ হল হপার পোকার আক্রমণ। একটি হপার পোকা প্রায় ১৫০ টি ডিম পাড়তে পারে

+
আম

আম গাছ 

উত্তর দিনাজপুর: শীত প্রায় বিদায়ের মুখে। গরম পড়ল বলে। আর বাঙালির গ্রীষ্মকাল মানেই তো রকমারি আমের স্বাদে ডুব দেওয়া। আম গাছে মুকুল ধরতে শুরু করেছে। ফলে এই সময় মুকুলের যথাযথভাবে যত্ন করলে তবেই ভাল আমের ফলন পাওয়া যাবে। এই গ্রীষ্মে আম চাষ করে ভাল মুনাফা পেতে হলে কৃষক ভাইদের এখন‌ই কী কী করতে হবে চট করে জেনে নিন।
আমের স্বাদে মজেনি এমন বাঙানি পাওয়া ভার। শুধু মালদহ-মুর্শিদাবাদেই নয়, উত্তর দিনাজপুর জেলাতেও প্রচুর আম চাষ হয়। কিন্তু কখনও তীব্র রোদ, কখনও বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও রোগ, পোকার আক্রমণে মার খায় আমের উৎপাদন। এই বিপদ থেকে বাঁচতে মুকুল ধরার সময় ভাল করে যত্ন নেওয়া দরকার। এইসময় আম গাছে বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা যায়।
advertisement
advertisement
সঠিক সময়ে রোগ ও পোকামাকড় দমন করতে ব্যর্থ হলে আমের ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। এই অবস্থায় রোগ, পোকার হাত থেকে কীভাবে নিজের আম গাছের যত্ন নেবেন জানেন? গ্রীষ্মকালীন ফল আম। মূলত মার্চ মাসের দিকে আম গাছে মুকুল আসা শুরু করে। তবে দেখা যায় গাছে অনেক মুকুল এলেও একটা পর্যায়ে এসে সেই মুকুলগুলো সমস্ত ধীরে ধীরে ঝরে পড়ে যায়। একটি আম গাছে যে পরিমাণে আমের মুকুল আসে সেই পরিমাণে ফলন আসে না। ঝড়-বৃষ্টি বিভিন্ন পোকার কারণে আমের মুকুল ঝরে যায়।
advertisement
আমের মুকুল ঝরে পড়ার একটি অন্যতম কারণ হল হপার পোকার আক্রমণ। একটি হপার পোকা প্রায় ১৫০ টি ডিম পাড়তে পারে। এই ডিমগুলো পাঁচ-সাত দিনের মাথায় ফুটে যায় ও আম গাছের পাতা, ফুল, ফলের রস খেয়ে এই পোকাগুলো জীবন ধারণ করে।
এছাড়াও বিভিন্ন ধরনের ছত্রাক যেমন পাউডারি, মিলডিউ ওডিয়াম মেংগিফেরা এই ধরনের ছত্রাকের কারণে আমের মুকুল পড়ে যায়। আম গাছকে পোকা দমনের হাত থেকে বাঁচাতে ও আমের মুকুল পড়া রোধ করতে কৃষি বিশেষজ্ঞ রাধিকারঞ্জন দেবভূতি জানান, আম বাগান পরিষ্কার পরিচ্ছন্ন ও আগাছা মুক্ত খোলামেলা অবস্থায় রাখতে হবে। শীতের পরে গরম শুরু হ‌ওয়ার এই সময়টায় আম গাছে প্রচুর জলের প্রয়োজন হয়। তাই আম গাছের গোড়ার পাশাপাশি আমের পাতাগুলোতেও এই সময় জল স্প্রে করতে হবে।
advertisement
মুকুল আসার আগে গাছে যাতে পোকার আক্রমণ কম হয় তার জন্য রোগর, ম্যাটাসিস্টক এই জাতীয় ওষুধ জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে হপার পোকার আক্রমণ থেকে গাছ রক্ষা পাবে। এছাড়াও আমের গুটি বেরোনোর ১০ থেকে ২০ দিন পর বোরিক অ্যাসিড জলে মিশিয়ে স্প্রে করলে আমের গুটির পরিমাণ বেড়ে যায়।
তবে লক্ষ রাখতে হবে গাছে যখন ফুল ফুটে যাবে তখন কোনও প্রকার স্প্রে করা যাবে না। আম গাছে মুকুল আসার আগে স্প্রে করা যেমন জরুরি তেমনই মুকুল ফোটার পর স্প্রে করা একেবারেই উচিত নয়। কেননা এই সময় অনেক উপকারী পোকারা পরাগায়নের জন্য আসে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই কিছু কিছু নিয়ম মেনে চললেই বিভিন্ন পোকা ও ছত্রাকের হাত থেকে নিজের আম গাছকে সুরক্ষিত রাখতে পারবেন।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mango Cultivation Tips: গরমে বাড়ির গাছ মিষ্টি পাকা আমে ভর্তি দেখতে চাইলে এইগুলো মেনে চলুন
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement