বার বার আবেদনেও মেলেনি ঘর, কেন্দ্রীয় প্রতিনিধিদের ঘিরে ধরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানালেন বাসিন্দারা
- Published by:Siddhartha Sarkar
- Written by:Saradindu Ghosh
Last Updated:
বাসিন্দারা জানান, বিডিও অফিসে গিয়েও সুরাহা মেলেনি। এরপরই জেলা প্রশাসনের আধিকারিকরা তাদের সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দেন।
শরদিন্দু ঘোষ, বর্ধমান: যোগ্য হওয়া সত্ত্বেও নাম নেই তালিকায়। বার বার বিডিও অফিসে জানিয়েও সুরাহা মেলেনি। পূর্ব বর্ধমানের বোহার, এক পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রতিনিধিদের ঘিরে ধরে এমনই অভিযোগ জানালেন এলাকার তিনটি গ্রামের বেশ কয়েক জন বাসিন্দা। কেন্দ্রীয় দলের সদস্যরা তাঁদের বিডিও অফিসে লিখিত জানানোর পরামর্শ দেন। বাসিন্দারা জানান, বিডিও অফিসে গিয়েও সুরাহা মেলেনি। এরপরই জেলা প্রশাসনের আধিকারিকরা তাদের সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দেন।
আবাস যোজনার তালিকা যথাযথ কিনা খতিয়ে দেখতে বুধবার পূর্ব বর্ধমানের মেমারির বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তারা উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। তাদের উপার্জন, পেশার কথা জানতে চান। তালিকা হাতে নিয়ে গ্রামে ঘোরেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা। এর আগে বর্ধমানের মেমারি দুই ব্লক অফিসে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে প্রশাসনিক অধিকারীদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিরা। পাকা বাড়ি না থাকা সত্ত্বেও তাদের নাম তালিকায় নেই বলে কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে অভিযোগ জানান গ্রামবাসীদের অনেকেই। এই এলাকায় তালিকা কারা তৈরি করেছে, কেন এই পরিবারগুলির নাম তালিকায় নেই তা প্রশাসনের আধিকারিকদের কাছে জানতে চান কেন্দ্রীয় প্রতিনিধিরা।
advertisement
advertisement
আবাস প্রকল্পের নানা অভিযোগের তদন্তে মঙ্গলবার পূর্ব বর্ধমানে এসেছে কেন্দ্রের এই প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা-সহ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় দলের দুই সদস্য। গতকাল, বুধবার থেকে গ্রামে গিয়ে আবাস প্রকল্পের পরিস্থিতি তাঁরা খতিয়ে দেখা শুরু করলেন। আবাস প্রকল্পের মূল তালিকা, সেখান থেকে কত জনের নাম বাদ গিয়েছে সেসব বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য। অনুপযুক্ত ও যোগ্যদের তালিকা ঠিক মতো তৈরি হয়েছে কি না তা খতিয়ে দেখছেন তাঁরা। এ ছাড়াও বিশেষ কিছু অভিযোগ কেন্দ্রের গ্রামোন্নয়ন দফতরের ই-মেলে এসেছে সেগুলিও তাঁরা খতিয়ে দেখছেন।
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় এই প্রতিনিধিদল গলসি এক নম্বর ব্লকে যাবে। সেখানে প্রথমে ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করবে তারা। এরপর প্রতিনিধি দলের দুই সদস্য বিভিন্ন গ্রাম পরিদর্শন করবেন। সেখানকার বাসিন্দাদের সঙ্গে আবাস যোজনা বিষয়ে কথা বলবেন। পরদিন অর্থাৎ ২০ জানুয়ারি প্রতিনিধি দলটি তাদের পরিকল্পনা মত গ্রামে ঘুরবেন। তবে তাঁরা সেদিন কোথায় যাবেন সে ব্যাপারে জেলা প্রশাসনকে কিছু জানাননি। ২১ জানুয়ারি ফিরে যাবে কেন্দ্রীয় দল।
Location :
Barddhaman,Barddhaman,West Bengal
First Published :
January 19, 2023 7:25 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বার বার আবেদনেও মেলেনি ঘর, কেন্দ্রীয় প্রতিনিধিদের ঘিরে ধরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানালেন বাসিন্দারা