Bangla News|| খোঁজ মিলল পিয়ালি বসাকের, ৭৮০০ মিটার উচ্চতায় উদ্ধার, হারিয়েছেন নড়াচড়ার ক্ষমতা

Last Updated:

Bangla News: অবশেষে খোঁজ মিলেছে পর্বতকন্যা পিয়ালি বসাকের। পিয়ালি বর্তমানে খুবই অসুস্থ। অসুস্থ পিয়ালিকে উদ্ধার করতে পায়োনিয়ার শেরপা দের একটি দল রওনা দিয়ে ছিল শুক্রবার সকলেই। অসুস্থ পিয়ালীকে উদ্ধার করেছে পায়োনিয়র সংস্থার একটি শেরপা দল...

পিয়ালি বসাক
পিয়ালি বসাক
হুগলি: অবশেষে খোঁজ মিলল পর্বত কন্যা পিয়ালি বসাকের। পিয়ালি বর্তমানে খুবই অসুস্থ নড়াচড়া করার মতো শরীরের জোর নেই তাঁর। অসুস্থ পিয়ালিকে উদ্ধার করতে পায়োনিয়র শেরপা দের একটি দল রওনা দিয়েছিল বৃহস্পতিবার সকলেই। অবশেষে পিয়ালির কাছে পৌঁছেছে উদ্ধারকারী দল।
এই মুহূর্তে পিয়ালী অসুস্থ, সে এখনও কথা বলতে পারছে। পিয়ালিকে খুঁজে পাওয়া মাত্রই পর্বত আরোহণকারী এই সংস্থা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সে কথা জানায়। আগামিকাল তাঁকে হেলিকপ্টারে করে নিচে নামানো হবে।
advertisement
সংস্থা সূত্রের খবর, মাকালু অভিযান শেষ করার পর শারীরিক ক্ষমতা ছিল না তাঁর। পিয়ালি খুব ধীর গতিতে এগোচ্ছিলেন। প্রায় ৭, ৮০০ মিটারে ক্যাম্প-৩ এ এসে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে কোনওভাবেই নড়াচড়া করতে পারছিলেন না। তাঁর সঙ্গে আটকে পড়েন এনগাংওয়া শেরপা। তার দুই সহযোগী তাঁকে উদ্ধার করলেও পিয়ালি আসতে পারেনি সেই সময়। পিয়ালির শারীরিক অবস্থার কথা জানতে পেরে পায়োনিয়র এজেন্সির তরফ থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয় পিয়ালিকে উদ্ধারের জন্য।
advertisement
শুক্রবার বিকাল পাঁচ’টা নাগাদ তিন শেরপার উদ্ধারকারী দল ৭৮০০ মিটার উচ্চতায় থাকা পিয়ালির কাছে পৌঁছান। সেখানে পিয়ালীর প্রয়োজনীয় তাৎক্ষনিক চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে কোনওভাবেই নিচে আনা সম্ভব হচ্ছে না। আগামীকাল কাঠমান্ডু থেকে একটি হেলিকপ্টার পাঠানো হবে বেশ ক্যাম্প-৩ এ। সেখান থেকে হেলিকপ্টারে করেই কাঠমান্ডুতে এনে পিয়ালির চিকিৎসা করা হবে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| খোঁজ মিলল পিয়ালি বসাকের, ৭৮০০ মিটার উচ্চতায় উদ্ধার, হারিয়েছেন নড়াচড়ার ক্ষমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement