হঠাৎ কী এমন ঘটল...? অভিযানের মাঝ পথেই ফিরলেন ভারতীয় পর্বতারোহী পিয়ালী বসাক!
Last Updated:
Piyali Basak || Mountaineer: পিয়ালী বলেন, সব কিছু ঠিক আবার ২৮ শে এপ্রিল মাকালু অভিযানে যাচ্ছি। সেখানে প্রায় ১৬ লক্ষ টাকা খরচা রয়েছে।
হুগলি: বাবার অসুস্থতার কারণে পর্বত অভিযান মাঝ পথে বন্ধ রেখেই বাড়ি ফিরলেন পিয়ালী বসাক। চলতি বছরের ৯ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন চন্দননগরের এই পর্বত আরোহী। ১৭ই এপ্রিল সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম (৮০৯১ মিটার) অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয় করেন তিনি। পরের লক্ষ্য ছিল মকালু পর্বত শৃঙ্গ। তার আগে বাবার অসুস্থতার খবর পেয়ে বাড়ি ফিরে এলেন পিয়ালী। তবে সঙ্গে করে নিয়ে এলেন দুর্গম পর্বত জয়ের রোমহর্ষক অভিজ্ঞতার কথা।
পিয়ালীর বাবা স্নায়ু রোগে আক্রান্ত। সেই কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। পিয়ালী যখন অন্নপূর্ণা জয় করে সামিট করে তখনই বাড়ি থেকে খবর আসে বাবার অসুস্থতার কথা। অন্নপূর্ণার পরে লক্ষ্য ছিল মাকালু তবে বাবার অসুস্থতার খবর পেয়ে মাকালু পর্বতমালায় না গিয়ে পিয়ালী চলে আসেন সোজা তার চন্দননগরের বাড়িতে। বাবা সুস্থ হলে আবারও অভিযান শুরু করবে সে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ এপ্রিল সকাল ৯ টার বিমানে কাঠমান্ডু পৌঁছাবেন মাকলু অভিযানের জন্য।
advertisement
advertisement
পিয়ালী জানান, 'অন্নপূর্ণা এতটাই দুর্গম জল বা খাবার খাওয়া হয়নি। প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে থাকতে হয়েছিল সারা রাত। বিনা অক্সিজেনে যাওয়ার ফলে শরীর খারাপ হয়ে যায়, জ্বর, নাক ও গলায় ব্যথা হয়। পরদিন ফের সামিট করার জন্য বেরোতে হয়। ৮:১৫ নাগাদ অন্নপূর্ণা চূড়ায় পৌঁছই। সেখানে চূড়ার পৌঁছে এমার্জেন্সি ব্যাকআপ অক্সিজেন নিতে হয় চূড়ার কাছে। অন্নপূর্ণা শৃঙ্গ জয় করতে অনেকটা কঠিন হয়ে পড়েছিল কারণ ওখানে নীল বরফে ঢাকা ছিল। তার উপর দিয়ে যেতে হচ্ছিল। এতটাই কঠিন বরফ ছিল যে জুতোই লাগানো লোহার কাঁটা সেখানে কোনওভাবেই দাঁড়াচ্ছিল না। কোনও জায়গায় আবার এক দিকে ফাটল অপরদিকে খাদ মাঝখানে সরু রাস্তার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছিল। যেখানে জীবনের ঝুঁকি রয়েছে, সেখানে পরিকল্পনার অভাবের জন্যই আমার বিনা অক্সিজেনে শৃঙ্গ জয় করা হাতছাড়া হল।
advertisement
পিয়ালী বলেন, সব কিছু ঠিক আবার ২৮ শে এপ্রিল মাকালু অভিযানে যাচ্ছি। সেখানে প্রায় ১৬ লক্ষ টাকা খরচা রয়েছে। তার জন্য এখনও পুরো টাকা জোগাড় হয়নি। রাজ্য কেন্দ্র সরকার এগিয়ে এলে সুবিধা হয়।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 4:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হঠাৎ কী এমন ঘটল...? অভিযানের মাঝ পথেই ফিরলেন ভারতীয় পর্বতারোহী পিয়ালী বসাক!