Picnic Spot Near Kolkata: ঢিল ছোঁড়া দূরত্বেই সবুজে ঘেরা এই জায়গা, পিকনিক করলে মন খুশ, কী করে পৌঁছবেন রইল সন্ধান
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Picnic Spot Near Kolkata: কলকাতা থেকে খুব কাছেই সবুজে ঘেরা মনোরম পিকনিক স্পট
উত্তর ২৪ পরগনা : কলকাতা থেকে খুব কাছেই সবুজে ঘেরা মনোরম পিকনিক স্পট। ইতিমধ্যে শীত তার ঝড়ো ব্যাটিং শুরু করেছে জেলাগুলিতে। আর এই শীত বাড়তেই পিকনিক ছাড়া কি হয়! এসময় অনেকেই বন্ধুবান্ধব, পরিবার, অফিসে, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ঘুরতে যেতে ভালোবাসে বাঙালি।
শীতকালে পিকনিকের পাশাপাশি ঘোরাঘুরির এই অলিখিত রেওয়াজ চলছে আজও।বসিরহাট শহরের খুব কাছেই চাঁপাপুকুরে এবার পিকনিকের নতুন সন্ধান। নতুন নতুন পিকনিক স্পট, পাড়ার খেলার মাঠ এমনকি বাড়ির ছাদেও পিকনিক করে থাকে ভালবাসে বাঙালি।
শীতের শুরুতেই পিকনিকের পাশাপাশি ঘুরতে যাওয়ার জন্য মন ব্যকুল হয়ে পড়ে। কিন্তু তার জন্য দরকার পড়ে সুন্দর স্পট। সবসময় একই পুরনো পিকনিক স্পট কিংবা একই ঘোরার জায়গা নয়।
advertisement
advertisement
পিকনিক স্পট একটু নতুনত্ব হলে তবেই বড্ড ভালো লাগে। তবে সেই স্পটটি যদি হয় মনোরম গ্রাম্য পরিবেশ, চাষের জমির মিঠেল গন্ধ, পুরো বিস্তৃতিতে জায়গাটি সবুজ আম বাগানে ঘেরা। আছে শিশু থেকে কিশোরদের খেলার নানার উপকরণ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আজ এমন প্রাকৃতিক সৌন্দার্যে ভরপুর শান্ত নির্জন পরিবেশের এমন একটি জায়গার সন্ধান দেব আমরা। কোলকাতা শহর থেকে মাত্র দেড় ঘন্টার ব্যবধানে এই মনমুগ্ধকর নিরিবিলি জায়গায় পৌঁছে যেতে পারেন।উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের কাছেই আছে এই স্পট।
advertisement
কাজের ব্যস্ততা শেষে কিংবা অফিসের ছুটি কাটিয়ে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে চাঁপাপুকুর রেল স্টেশন থেকে ২-৩ মিনিটের ব্যবধানে চাঁপাপুকুর থেকে কলেজ রোডের পাশে পৌঁছে যাবেন এই পিকনিক স্পটে। পরিবারসহ সবান্ধবে এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই বাগানে পিকনিক যে অন্য মাত্রা দিতে পারে তা বলা বাহুল্য।
advertisement
Julfikar Molla
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2024 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Picnic Spot Near Kolkata: ঢিল ছোঁড়া দূরত্বেই সবুজে ঘেরা এই জায়গা, পিকনিক করলে মন খুশ, কী করে পৌঁছবেন রইল সন্ধান