West Bengal News: রানাঘাট স্টেশনে ঘুরছিলেন মহিলা, ব্যাগের মধ্যে এ কী জিনিস! চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট - গেদে ট্রেন ধরার মুখে ওই মহিলাকে আটক করে আরপিএফ।
#রানাঘাট: ১০০ বোতল ফেনসিডিল সহ রানাঘাট স্টেশন থেকে গ্রেফতার এক মহিলা। নদীয়ার রানাঘাট স্টেশনে আরপিএফ-এর চেকিং চলার সময় সন্দেহজনক ভাবে এক মহিলার ব্যাগ চেক করতেই উদ্ধার হয় ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট - গেদে ট্রেন ধরার মুখে ওই মহিলাকে আটক করে আরপিএফ। পরে রানাঘাট জিআরপি-র হস্তান্তর করলে জিআরপি মহিলাকে আজ রানাঘাট আদালতে তুলবে বলে জানা গিয়েছে।
রেল পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশ পাচারের জন্য ফেনসিডিলগুলি নিয়ে যাচ্ছিল ধৃত মহিলা। গ্রেফতার হওয়া মহিলার নাম জ্যোৎস্না দাস। নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গী এলাকায় তার বাড়ি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
advertisement
advertisement
দিন কয়েক আগেই মাদক সহ এক পাচারকারীকে গ্রেফতার করে মালদহের ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ফেনসিডিল। বিশেষ নাকা চেকিং চালিয়ে ধৃতকে মাদক সহ গ্রেফতার করে তাকে। অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মাদক কারবারের করিডর হয়ে উঠছে মালদহ জেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানান ধরনের মাদক সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটছে।
advertisement
পুলিশের পক্ষ থেকেও শুরু হয়েছে কড়া নজরদারি। চলছে ধড়পাকরাও। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় সুলতানি মোড় এলাকায়। ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বিশেষ নাকা চেকিং শুরু করে পুলিশ। সন্দেহজনক অবস্থায় এক যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে আটক করে। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ ফেনসিডিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2022 1:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: রানাঘাট স্টেশনে ঘুরছিলেন মহিলা, ব্যাগের মধ্যে এ কী জিনিস! চক্ষু চড়কগাছ সকলের