PHD Student Death: পিএইচডি স্তরেও এবার লাগল র্যাগিংয়ের কলঙ্ক, বেছে নিলেন পৃথিবী থেকে সরে যাওয়ার পথ, কোথায় কী হল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
PHD Student Death: সোশ্যাল মিডিয়ায় সিনিয়রের বিরুদ্ধে র্যাগিং-এর অভিযোগ! চরম সিধান্ত আইজারের গবেষক ছাত্রের
উত্তর ২৪ পরগনা: সোশ্যাল মিডিয়ায় সিনিয়রের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ, চরম সিধান্ত আইজারের গবেষক ছাত্রের। অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা, সোশ্যাল মিডিয়ায় আইজার কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভ মৃত ছাত্রের। নদিয়ার হরিণঘাটা আইজারের ঘটনা। পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রের নাম অনমিত্র রায়। বয়স ২৫ বছর। বাড়ি উত্তর ২৪ পরগনার শ্যামনগরে।
আইজারের পিএইচডির তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ল্যাবের এক সিনিয়র পিএইচডি ছাত্রের দ্বারা র্যাগিংয়ের শিকার হয়েছেন অনমিত্র। বিষয়টি ল্যাবের সুপারভাইজারকে জানিয়েও মেলেনি সুরাহা।

advertisement
জীবন শেষ করলেন পিএইচডি পড়ুয়া
advertisement
এমনকি ওই সিনিয়র গবেষক ছাত্রের বিরুদ্ধে আইজার কলকাতা অ্যান্টি র্যাগিং সেলের কাছে অভিযোগ জানিয়েছিলেন অনমিত্র। তাতেও মেলেনি সমাধান সূত্র।
advertisement
আরও জানা গেছে, কোনও সমাধান না হওয়ায় হতাশ হয়ে পড়েন অনমিত্র। এরপরেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অনমিত্র। সেখানে অভিযুক্ত গবেষক ছাত্র ও সুপারভাইজারের নাম লিখে যান তিনি। এমনকি ওই গবেষক ছাত্রের পিএইচডি বাতিল করারও আবেদন জানান অনমিত্র।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার হোস্টেলে ওভারডোজ ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অনমিত্র। এরপর তাকে কল্যাণী এইমস-এ ভর্তি করা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, ওভারডোজ ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অনমিত্র। এরপর ওকে কল্যাণী এইমসে ভর্তি করা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। র্যাগিং-য়ের ফলেই মৃত্যু হয়েছে অনমিত্রর। এমনই দাবি মৃতার দিদির।
advertisement
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। যদিও আইজার কর্তৃপক্ষের দাবি, যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে দাবি কর্তৃপক্ষের।
Subhajit sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 3:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
PHD Student Death: পিএইচডি স্তরেও এবার লাগল র্যাগিংয়ের কলঙ্ক, বেছে নিলেন পৃথিবী থেকে সরে যাওয়ার পথ, কোথায় কী হল