জলাতঙ্কে মৃত্যু গরুর, সেই গরুর দুধে তৈরি সিন্নি খেয়ে আতঙ্কিত গোটা গ্রাম

Last Updated:
#শালবনি: গরুর দুধ মেশানো প্রসাদ খেয়ে জলাতঙ্কের আতঙ্ক শালবনির বারোমেস্যা গ্রামে। গ্রামবাসীদের দাবি, জলাতঙ্কের উপসর্গ নিয়ে মারা যায় গরুটি। তারপর থেকে বাড়ছে আতঙ্ক। সকলেই চান বিশেষ মেডিক্যাল টিম এসে গ্রামের সকলের স্বাস্থ্য পরীক্ষা করুক। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য দফতর।
মাস দেড়েক আগে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের বারমেস্যা গ্রামে মনসা পুজো হয়। বহু মানুষের ভিড় হয় পুজোয়। প্রসাদে স্থানীয় রায় পরিবারের পোষ্য গরুর দুধ দিয়ে তৈরি সিন্নি বিলি করা হয়। গ্রামবাসীদের দাবি, এর কয়েকদিন পর জলাতঙ্কের উপসর্গ দেখা যায় গরুটির। পরে মারাও যায়। তাঁদের আরও দাবি, পশুচিকিৎসকও না কি বলেন, জলাতঙ্ক রোগেই মারা গিয়েছে গরুটি। এরপর থেকেই আতঙ্ক ছড়ায় গ্রামে।
advertisement
advertisement
রোগে ভাগা গরুর দুধ তাঁদের কতটা ক্ষতি করেছে, তাই নিয়ে চিন্তায় বাসিন্দারা। ভিড় বাড়ছে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। অনেক শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরও। আতঙ্কিত না হয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
তবে কবে ভ্যাকসিন পাওয়া যাবে বা কবে বিশেষ চিকিৎসক দল গ্রামে আসবেন, সেই অপেক্ষাতেই বারোমেস্যা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলাতঙ্কে মৃত্যু গরুর, সেই গরুর দুধে তৈরি সিন্নি খেয়ে আতঙ্কিত গোটা গ্রাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement