রেশন তুলতে গিয়ে এভাবেই সচেতনতার নজির গড়লেন বাসিন্দারা!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সচেতনতার পরিচয় দিল বর্ধমানের বড়শুলের পুতুন্ডা গ্রাম। কী করলেন সেই গ্রামের বাসিন্দারা?
#বর্ধমান: বারবার প্রচারের পরও বাসিন্দাদের সচেতন করা যাচ্ছে না। মুদিখানা দোকান বা সবজির বাজারে হামলে পড়ছেন বাসিন্দারা। গা ঘেঁষাঘেঁষি করে চলছে কেনাকাটা। আর এর থেকেই ছড়াতে পারে করোনার সংক্রমণ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। রাস্তার মোড়ে মোড়ে প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। কিন্তু তাতেও সেই দূরত্ব যখন ঘুঁচছে না ঠিক তখন সচেতনতার পরিচয় দিল বর্ধমানের বড়শুলের পুতুন্ডা গ্রাম। কী করলেন সেই গ্রামের বাসিন্দারা?
২১ দিনের লকডাউন। অন্য সব প্রয়োজন ছেড়ে ঘরে থাকলেও পেট চালানোর রসদও তো চাই। লক্ষ্মনরেখা পার করে বাড়ির বাইরে পা রাখলে আবার করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা। এই পরিস্থিতি খুলেছে রেশন দোকান। মিলছে এক সঙ্গে কয়েক সপ্তাহের রেশন। তা দেখে রেশন নিতে বের হলেন পরিবারের সদস্যরা। তবে হুড়োহুড়ি নয়। গা ঘেঁষাঘেঁষি করে লাইন দিয়েও নয়। বাসিন্দারা লাইনে দাঁড়ালেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। দাঁড়ালেন এমন ভাবে যাতে একজনের থেকে অন্য জনের শরীরে করোনা ভাইরাস সংক্রামিত না হয় সেই কথা মাথায় রেখে। সেই জন্য রোদ মাথায় নিয়ে তাঁরা লাইন দিলেন রাস্তাতেই। তবে দূরত্ব চিহ্নিত করতে চক দিয়ে গোল দাগ দিয়ে রাখলেন। বুধবার এমনই ছবি দেখা গেল পূর্ব বর্ধমান জেলার বড়শুলের পুতুন্ডা গ্রামে।
advertisement
এই ছবি দেখে উচ্ছ্বসিত জেলা প্রশাসনের আধিকারিকরা। তাঁরা বলছেন, করোনার মোকাবিলায় যে যুদ্ধ শুরু হয়েছে তা এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে অখ্যাত গ্রাম পুতুন্ডা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই পদ্ধতি জেলার সর্বত্র মডেল হওয়া উচিত। শহর এলাকায় এমনিতেই ভিড় বেশি। তাই সেই এলাকায় বাসিন্দাদের সচেতনতার পাঠ দিচ্ছে পুতুন্ডা গ্রামে রেশনের দোকানের বাইরের এই ছবি। গ্রামের বাসিন্দারা বলছেন, দেশ আজ কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে চলছে। আমাদের সামান্য অসাবধানতা কোটি কোটি মানুষের সংযমকে বিফলে পাঠিয়ে দিতে পারে। তাতে আমরা তো সপরিবার মারা পড়বই, দেশ কোটি কোটি মানুষের মৃত্যু মিছিল দেখবে। সেই ছবি যাতে দেখতে না হয় তা নিশ্চিত করতেই সকলকে সচেতন থাকা জরুরি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2020 5:19 PM IST