House Flies Danger|| মাছিতে ভরেছে গোটা গ্রাম! অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, কেন এমন পরিস্থিতি? অবাক করা কারণ

Last Updated:

House Flies: গোটা গ্রাম ভরেছে মাছিতে, উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত স্থানীয় মানুষের। ঘরবাড়ি রাস্তা সর্বত্র ভনভন করছে মাছি। খাওয়া দাওয়া থেকে ঘুম সবকিছুই উড়েছে গোটা গ্রামের।

+
title=

বাগদা: হাজার হাজার মাছিতে ভরেছে গোটা গ্রাম। মাছির আক্রমণে নাজেহাল অবস্থা এলাকাবাসীদের। ঘরবাড়ি রাস্তা সর্বত্র ভনভন করছে মাছি। খাওয়া দাওয়া থেকে ঘুম সবকিছুই উড়েছে গোটা গ্রামের। মাছির উপদ্রবে অতিষ্ঠ মানুষজন রীতিমতো গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন। এলাকাবাসীদের মধ্যে তৈরি হয়েছে শারীরিক সমস্যাও। বেশ কিছু শিশুও অসুস্থ হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও তেমন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
তবে কী ভাবে কেন এত মাছি এল এলাকায়? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের সারাহাটি গ্রাম। বহু মানুষের বসবাস এই গ্রামে। এখানেই সরকারি কোন অনুমতি ছাড়াই এলাকায় তৈরি হয়েছে একটি জৈব সারের কারখানা। সেখানে বিভিন্ন পচনশীল জাতীয় বর্জ্য পদার্থ আনা হচ্ছে সার তৈরির জন্য। আর তার জেনেই এলাকায় বেড়েছে মাছির উপদ্রব।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাবধান! হলুদ সতর্কতা জারি, কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টি জেলায় জেলায়
মাছির উপদ্রবে এলাকায় দেখা দিয়েছে পেটের সমস্যা। শারীরিক সমস্যা নিয়ে একাধিক ব্যক্তি হাসপাতালেও ভর্তি হয়েছে বলেই জানা গিয়েছে। এলাকাবাসীরা একত্রিত হয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি বলেই দাবি। ফলে ক্ষোভ বেড়েছে এলাকায়। মাছির উপদ্রবে নাজেহাল অবস্থা মধ্যেই দিন কাটছে এলাকাবাসীদের।
advertisement
কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে তা বুঝে উঠতে পারছেন না গোটা গ্রামের কেউই। অবিলম্বে তাদের দাবি এই জৈব সার কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। এবং মাছি রোধে কীটনাশক ছড়ানো হোক গোটা এলাকায়। কতদিনে বদলায় এই পরিস্থিতি এখন সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
House Flies Danger|| মাছিতে ভরেছে গোটা গ্রাম! অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, কেন এমন পরিস্থিতি? অবাক করা কারণ
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখে নিন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখে নি
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement