Bhagirathi River: ভাগীরথীর জল তীর ছুঁই ছুঁই, ঘুম উড়েছে বাসিন্দাদের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Bhagirathi River: নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে আবারও নদীর পাড় ভাঙন শুরু হয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে
নদিয়া: ডিভিসি’র ছাড়া জলে ক্রমশই বাড়ছে ভাগীরথীর জলস্তর। দুশ্চিন্তায় নদী তীরবর্তী মানুষজন। গত তিন দিন লাগাতার বৃষ্টির কারণে লাগাতার জল ছাড়ছে ডিভিসি। আর তাতেই ঘুম উড়েছে ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষজনের।
একদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর, অপরদিকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে আবারও নদীর পাড় ভাঙন শুরু হয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট এলাকায়। এখানে প্রায় ৭০০ পরিবারের বসবাস, সকলেই আতঙ্কে আছেন।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, নদীর পাড় বাঁধনের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে বর্ষা এসে যাওয়ায় অল্প কিছু জায়গায় কাজ বাকি আছে। আর সেখানেই ভাঙন দেখা দিয়েছে। তবে অতি দ্রুত এই পাড় বাঁধানোর কাজ এবং ভাঙন প্রতিরোধের কাজ শুরু হবে বলে তিনি জানান।
তবে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের এখন একটাই চিন্তা, নতুন করে আবার যদি প্রবল বৃষ্টি নামে তাহলে ভাগীরথীর জলস্তর আরও বাড়বে। তখন ভাঙন সমস্যা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2024 11:09 PM IST