East Bardhaman News: শীতে কাঁথার বদলে ভরসা ছাতায়! একদিনের ভোগান্তিতে কাহিল বর্ধমান
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
বর্ধমান শহরের বাসিন্দা তাপস কুমার দাস বলেন, শীতকালে এমন বৃষ্টিতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। এমনিতেই গত কয়েকদিন টানা পারদ নামছে ঠিক সেই সময় বৃষ্টির জেরে মানুষজনের কাজ করতে রীতিমত সমস্যা হচ্ছে
পূর্ব বর্ধমান: শীতের কাঁথা নয়, এই মাঝ জানুয়ারিতে আশ্রয় নিতে হচ্ছে ছাতার তলায়। রাস্তায় বেরোতে বর্ধমানবাসীর ভরসা এখন ছাতা। বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয় পূর্ব বর্ধমান জেলায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি। কিন্তু দুপুরের দিক থেকে আবার ব্যাপকহারে বৃষ্টিপাত শুরু হয় বর্ধমান শহরে। অসময়ের এই বৃষ্টিতে সমস্যায় পড়ে শহরের মানুষ।
বর্ধমান শহরের বাসিন্দা তাপস কুমার দাস বলেন, শীতকালে এমন বৃষ্টিতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। এমনিতেই গত কয়েকদিন টানা পারদ নামছে ঠিক সেই সময় বৃষ্টির জেরে মানুষজনের কাজ করতে রীতিমত সমস্যা হচ্ছে। অফিসে যাওয়ার জন্য বেরিয়ে ঠকঠক করে কাঁপতে দেখা গিয়েছে অনেককে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বৃষ্টির জন্য ব্যবসায়ী থেকে পড়ুয়া, টোটো চালক থেকে সাইকেল আরোহী সকলেই নাজেহাল হন। স্বাভাবিকভাবেই শহরের রাস্তাঘাট বৃষ্টির কারণে একদম ফাঁকা ছিল। স্কুল-কলেজে উপস্থিতির সংখ্যা ছিল অনেকটাই কম। সবমিলিয়ে অকাল বর্ষণের জেরে চরম সমস্যায় পড়ে বর্ধমানের মানুষ। যদিও শুক্রবার সকাল থেকে আর বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরে পূর্বাভাস অনুযায়ী আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 12:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: শীতে কাঁথার বদলে ভরসা ছাতায়! একদিনের ভোগান্তিতে কাহিল বর্ধমান