Theatre Festival: নাটকের শহরে বিপুল আয়োজন, ৬ দিন ধরে শুধুই অভিনয়

Last Updated:

বাংলা একাঙ্ক নাটকের জনক বলে মান্য করা হয় নাট্যকার মন্মথ রায়কে। তাঁর এবং নাট্য কুশলী হরিমাধব মুখোপাধ্যায়ের জন্ম এই বালুরঘাট শহরে

+
সংস্কৃতির

সংস্কৃতির শহরে নতুন প্রজন্মকে উৎসাহ দিতে নাট্য পার্বণের আয়োজন

দক্ষিণ দিনাজপুর: কলকাতার নাট্যচর্চা নিয়ে যতই আলোচনা হোক না কেন গোটা দেশের মধ্যে নাটকের শহর হিসেবে পরিচিত উত্তরবঙ্গের বালুরঘাট। সেখানেই জেলা প্রশাসনের উদ্যোগে ২৯ নাট্য দলকে নিয়ে শুরু হয়েছে নাট্য উৎসব। এই উৎসবের উদ্বোধন করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ সহ অন্যান্য আধিকারিকরা।
বাংলা একাঙ্ক নাটকের জনক বলে মান্য করা হয় নাট্যকার মন্মথ রায়কে। তাঁর এবং নাট্য কুশলী হরিমাধব মুখোপাধ্যায়ের জন্ম এই বালুরঘাট শহরে। তাঁদের দেখানো পথ ধরে নতুন প্রজন্মের এক ঝাঁক ছেলেমেয়ে নাট্যচর্চায় উদ্যোগী হয়েছে। ছয়’দিনের এই নাট্য পার্বণে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৯ টি দল অংশগ্রহণ করবে। এই বিপুল নাট্য আয়োজন ঘিরে জেলার দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
advertisement
advertisement
প্রায় দেড় কোটি টাকা খরচ করে জেলার নাট্য চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাট্যচর্চা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। কিন্তু তা পরিতক্ত অবস্থাতেই পড়েছিল দীর্ঘদিন। মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে করোনা মহামারীর সময় এই নাট্যচর্চা কেন্দ্রে রোগীদের চিকিৎসা হয়েছিল। তারপর নাট্যচর্চা কেন্দ্র আদৌ নাটকের কাজে লাগবে কিনা তা দিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় নাট্য পার্বণ। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে ২০২৩-এ পথ চলা শুরু হয় নাট্যচর্চা কেন্দ্রের। সেখানেই আয়োজিত হয়েছে এই নাট্য উৎসব।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
দক্ষিণ দিনাজপুর জেলায় এবং বালুরঘাট শহরের নাট্য চর্চার ইতিহাস বহু পুরনো। বছরে গড়ে ৬ থেকে ৭ টা নতুন নাটক মঞ্চস্থ হয়। এছাড়াও কুশমন্ডি, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বুনিয়াদপুরেও প্রচুর নাটকের দল রয়েছে। বালুরঘাটের নাট্যচর্চার ইতিহাস ১০০ বছরেরও বেশি।
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Theatre Festival: নাটকের শহরে বিপুল আয়োজন, ৬ দিন ধরে শুধুই অভিনয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement