#সন্দেশখালি: বুলবুল বিধ্বস্ত সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদসহ বিস্তীর্ণ এলাকায় বাড়ছে ডেঙ্গি আতঙ্ক। ঝড়ের পর এলাকার বিভিন্ন পুকুরে পড়ে রয়েছে গাছের ডাল, আবর্জনা। আবর্জনায় বাড়ছে দূষণ। সঙ্গে মশার দাপট। তারমধ্যেই ফের হাবড়ায় জ্বরে মৃত্যু হয়েছে এক মহিলার।
এদিকে, শনিবার হাবড়ার মহিষা মছলন্দপুরে ফের জ্বরে মৃত্যু হল এক মহিলার। সাতদিন ধরে জ্বরে ভুগছিলেন সাকেরা সরদার। হাবড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে যান। শুক্রবার ফের জ্বর আসে তাঁর। হাবড়া হাসপাতালে ভর্তি করার পরই মৃত্যু হয় তাঁর।
ত্রাণ বিলির পাশাপাশি এলাকা পরিস্কারের দাবি জোরদার হচ্ছে এলাকায়। স্থানীয় পঞ্চায়েতের দাবি, কাজ হচ্ছে। তবে বুলবুল এত বিশাল এলাকা জুড়ে ধংলসীলা চালিয়েছে, যে কর্মীর অভাবে কাজের গতি কমছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dengue, Dengue Affected Area, Hasnabad