North 24 Parganas News: ট্রেন পেরিয়ে গেলেও ওঠেনি রেলগেট! তুমুল যানজট! পরে যা ঘটল চাঁপাপুকুরে

Last Updated:

বিকল রেল গেট! বন্ধ লেভেল ক্রসিং! যানজটের কবলে চাঁপাপুকুর! রেলের উপর ক্ষোভ

+
রেলগেট

রেলগেট খারাপের কারণে যানজট

উত্তর ২৪ পরগনা: চাঁপাপুকুরে রেলগেট বিকল হয়ে যানজটের কবলে বহু মানুষ, রেলের উপর ক্ষোভ। শিয়ালদহ-হাসনাবাদ শাখার চাঁপাপুকুর রেলস্টেশন সংলগ্ন একটি লেভেল ক্রসিং-এ দেখা দিল অস্বাভাবিক ও বিপজ্জনক এক পরিস্থিতি। শিয়ালদা অভিমুখে একটি লোকাল ট্রেন যাওয়ার পরেও স্বয়ংক্রিয় রেলগেট ওঠেনি। সাধারণত ট্রেন যাওয়ার পর নির্দিষ্ট সময়ে গেট উঠলেও তা হয়নি। তবে এই ছবি শুধু একদিনের নয়, এর মাঝেও কয়েকবার এমন পরিস্থিতি হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণে গেটের স্বয়ংক্রিয় ব্যবস্থাটি বিকল হয়ে পড়ে। গেট নীচে নামানো অবস্থাতেই রয়ে যায়, ফলে রাস্তায় আটকে পড়ে বহু যানবাহন ও পথচারী। একদিকে বন্ধ রেলগেট, অন্যদিকে অপেক্ষারত বাস, বাইক, সাইকেলে মাানুষের চরম দুর্ভোগের চিত্র ফুটে ওঠে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের চাঁপাপুকুর রেলগেট এলাকায়। যানজট ও অনির্ধারিত বিলম্বে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ।
advertisement
advertisement
একপর্যায়ে কিছু পথচারী নিজেরাই রেলগেটটি হাত দিয়ে তুলতে শুরু করেন, যাতে আটকে থাকা গাড়িগুলো পার হতে পারে। এই উদ্যোগ বিপজ্জনক হলেও উপস্থিত মানুষের কাছে সেটাই ছিল একমাত্র উপায়। ফলে রেলগেটের নীচ দিয়ে নির্বিচারে গাড়ি চলাচল শুরু হয়—বিপদের সম্ভাবনা আরও বেড়ে যায়। তড়িঘড়ি রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং রেলগেট ম্যানুয়ালভাবে তুলে যান চলাচলের ব্যবস্থা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর কিছুক্ষণ পর গেট মেরামতের কাজ শুরু হয়। অনেকেই রেলের গাফিলতির কথা তুলে ধরে বলেন, এত গুরুত্বপূর্ণ একটি লেভেল ক্রসিং-এ সার্বক্ষণিক গেটম্যান থাকা দরকার। শুধু প্রযুক্তির উপর নির্ভর করলে নিরাপত্তার ঝুঁকি বাড়ে। সাধারণ মানুষের নিরাপত্তা, জরুরি পরিষেবা এবং যান চলাচলের স্বাভাবিকতা বজায় রাখতে, এমন লেভেল ক্রসিং-এ আধুনিক ও রক্ষণাবেক্ষণযোগ্য ব্যবস্থা থাকা আবশ্যক বলে মত অনেকের।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ট্রেন পেরিয়ে গেলেও ওঠেনি রেলগেট! তুমুল যানজট! পরে যা ঘটল চাঁপাপুকুরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement