সাধক বামাক্ষেপার ১৮২তম আবির্ভাব তিথি, ভক্তের ঢল নেমেছে আটলা গ্রামে
Last Updated:
বামাক্ষেপার জন্মদিবস উপলক্ষে আজ থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করেন।
#আটলা: সাধক বামাক্ষেপার ১৮২তম আবির্ভাব তিথি । মহাসমারোহে পালিত হচ্ছে বীরভূমের আটলা গ্রামে। ওই গ্রামেই জন্মেছিলেন তিনি। আজ ভোর থেকে শুরু হয়েছে চণ্ডীপাঠ। এরপর দ্বারকা নদী এবং এলাকার বিভিন্ন পুকুরের জল নিয়ে স্নান করানো হয় বামাক্ষেপাকে। সকালে রামপুরহাট থানার আটলা গ্রাম থেকে তাঁর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বের করা হয়। সুসজ্জিত ওই শোভাযাত্রা তারাপীঠ মন্দির, শ্মশান প্রদক্ষিণ করে আটলা গ্রামে ফিরে যায়।
বামাক্ষেপার জন্মদিবস উপলক্ষে আজ থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করেন। বামাক্ষেপা স্মৃতি রক্ষা সমিতির সম্পাদক কালীকিঙ্কর চট্টোপাধ্যায় বলেন, “১২৪৪ সালে এই শিব চতুদর্শীর দিনে সাধক বামদেব অটলা গ্রামে জন্ম গ্রহন করেন।
advertisement
বাংলা ১৩৬২ সাল থেকে আটলা গ্রামে শিবচতুর্দশী তিথিতে বামাক্ষেপার আবির্ভাব তিথি পালন শুরু হয়। তিনদিন ধরে চলে উৎসব। এবারও গ্রামে বসেছে মেলা। আগামীকাল সমিতির পক্ষ থেকে ১০ হাজার মানুষের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। তিনদিন ধরে গ্রামে চলবে ভক্তিমূলক গীতি এবং বাউল গান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2019 4:52 PM IST