ধূপ-ধুনোর গন্ধে দেবীপক্ষের সূচনা! মহালয়ার ভোরে কাকদ্বীপের বিভিন্ন ঘাটে তর্পণের ভিড়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Mahalaya Tarpan: কাকদ্বীপ লট নম্বর আট নদীঘাটে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় জমিয়েছেন। মুড়িগঙ্গা নদীর তীরে ভোর থেকে চলছে তর্পণ। ধূপ-ধুনোর গন্ধে মেতে উঠেছে দেবীপক্ষের সূচনাকাল
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদারঃ আজ থেকে দেবীপক্ষের সূচনা হয়ে গেল। প্রত্যেক বছরের মতো এই বছরের মহালয়ার ভোরেও রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে চোখে পড়ল উপচে পড়া ভিড়। দেবীপক্ষের সূচনাকালে কাকদ্বীপের বিভিন্ন ঘাটগুলিতেও দেখা গিয়েছে এই ছবি।
কাকদ্বীপ লট নম্বর আট নদীঘাটে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় করেছেন। মুড়িগঙ্গা নদীর তীরে ভোর থেকে চলছে তর্পণ। ধূপ-ধুনোর গন্ধে মেতে উঠেছে দেবীপক্ষের সূচনাকাল। স্থানীয় মানুষজনেরা নিজেদের স্বর্গীয় আত্মীয়-স্বজনের আত্মার শান্তি কামনায় লট নম্বর আট ঘাটে ভিড় জমিয়েছেন।
আরও পড়ুনঃ একই উঠোনে সাত দুর্গার পুজো! কেতুগ্রামের ভট্টাচার্য পরিবারে লুকিয়ে এক অজানা ইতিহাস! যার সাক্ষী হতে প্রতিবছর জমে ভিড়
জানা গিয়েছে, আজ দিনভর কাকদ্বীপের লট নং আট ঘাটে স্থানীয় মানুষজনেরা স্নান করবেন। অন্যদিকে গঙ্গাসাগরে সমুদ্র সৈকতে ভিড় করেছেন প্রচুর মানুষ। সেই ভিড় সামাল দিতে প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। যাত্রী পরিষেবা ঠিক রাখতে রাখা হয়েছে অতিরিক্ত বাস।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রত্যেক বছর মহালয়ার ভোরে বহু মানুষ তর্পণ করেন। গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়ে ভিড়। চলতি বছরও এর ব্যতিক্রম হল না। এদিন ভোর থেকেই কাকদ্বীপ লট নম্বর আট নদীঘাটে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় করেন। গঙ্গাসাগর সমুদ্র সৈকতেও দেখা গিয়েছে একই ছবি। ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 8:42 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধূপ-ধুনোর গন্ধে দেবীপক্ষের সূচনা! মহালয়ার ভোরে কাকদ্বীপের বিভিন্ন ঘাটে তর্পণের ভিড়