বাজারে অগ্নিমূল্য, তাই রাস্তা থেকে পেঁয়াজ কুড়োতে ব্যস্ত এলাকাবাসী
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কয়েকদিন আগেই অগ্নিমূল্য হয়েছিল পেঁয়াজ তবে দাম যে এখন খুব একটা কমেছে তা নয়। তাই হাতের কাছে দু’একটা পেঁয়াজ পেয়ে গেলে ক্ষতি কী?
#বীরভূম: ভ্যানে করে পেঁয়াজ যাচ্ছিল বীরভূমের রামপুরহাটের স্থানীয় সবজি বাজারে৷ বস্তা ছেঁড়া থাকায় পেঁয়াজ পড়তে পড়তে যাচ্ছিল সানঘাটা পাড়ায়। আর সেই সুযোগ হাত ছাড়া করল না কেউ ৷ পেঁয়াজ কোড়াতে শুরু করল চলতি মানুষেরা।
কয়েকদিন আগেই অগ্নিমূল্য হয়েছিল পেঁয়াজ তবে দাম যে এখন খুব একটা কমেছে তা নয়। তাই হাতের কাছে দু’একটা পেঁয়াজ পেয়ে গেলে ক্ষতি কী? সেই পেঁয়াজ একটু স্যালাড হিসাবে খেলে বা তরকারিতে ব্যবহার করলে পাপের কিছু নেই।
ভগবানের দানের মতো হাতের কাছে পাওয়া গিয়েছিল পেঁয়াজ, তাই না ভেবে চিন্তে অনেকেই দু’একটা পেঁয়াজ কুড়িয়ে পকেটে ভরেও ফেললেন। যারা পকেটে ভরলেন তারা চোখের নিমেষে সরেও পড়লেন ৷ তবে শেষের দিকে আর রক্ষা হল না কারণ ভ্যানওয়ালার নজরে পড়ে গিয়েছিল। তাই আর কি করা যায় অনেকেই পকেট থেকে বের করে সেই ভ্যানওয়ালাকে ফেরত দিলেন পেঁয়াজ।
advertisement
advertisement
তবে যতটা তুলেছিলেন ততটা ফেরত দিলেন নাকি দু’একটা রেখে ফেরত দিলেন, তা নিয়ে কিন্তু যতেষ্ঠ প্রশ্ন রয়ে গেল ।
তবে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ ৷ সবজি বাজারে যে ভ্যানওয়ালা দায়িত্ব ছিল পেঁয়াজ নিয়ে যাওয়ার জন্য তাকে কতটা চাপে পড়তে হল, তা কিন্তু জানা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2020 7:21 PM IST